কালিপদ বসু

কালিপদ বসু, যিনি কে. পি. বসু নামেও পরিচিত, (১৮৬৫ - ১৯১৪) একজন প্রখ্যাত বাঙালি গণিতশাস্ত্রবিদ ও বিজ্ঞানশিক্ষক।[1] তিনি কে. পি. বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা।[2]

কালিপদ বসু
(কে. পি. বসু)
জন্মকালিপদ বসু
১৮৬৫
হরিশংকরপুর গ্রাম, ঝিনাইদহ, যশোর, বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমান বাংলাদেশ) ব্রিটিশ রাজ
মৃত্যু১৯১৪
ঢাকা
জাতীয়তাবাঙালি
প্রাক্তন ছাত্রকলকাতা বিশ্ববিদ্যালয়

জন্ম ও বাল্যকাল

কে. পি. বসু বাংলাদেশের ঝিনাইদহ জেলার হারিশংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[1] তার পিতার নাম মহিমাচরণ বসু, যিনি স্থানীয় হরিশংকরপুর রেজিষ্ট্রি অফিসের (তৎকালে ঝিনাইদহ রেজিষ্ট্রি অফিস হরিশংকরপুর গ্রামে অবস্থিত ছিল) একজন ভেন্ডার ছিলেন।

শিক্ষাজীবন

গ্রামের স্কুলে পড়াশোনা সমাপনান্তে তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং এখানে থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হতে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।[1][3]

কর্মজীবন

পড়াশোনা শেষ করে তিনি ১৮৯২ সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন এবং এখানেই আমৃত্যু কর্মরত ছিলেন।[1][2]

অবদান

সম্মাননা

ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নাম 'কে. পি.বসু সড়ক' নামকরণ করা হয়েছে।[1][2]

গ্রন্থাবলী

তিনি বেশ কিছু গণিতশাস্ত্রের পাঠ্যপুস্তক রচনা করেন:[1]

  • এলজাবরা মেড ইজি
  • মডার্ণ জিওমেট্রি
  • ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি

আরও দেখুন

সহায়ক গ্রন্থপঞ্জি

তথ্যসূত্র

  1. "ঝিনাইদহের ঐতিহ্য নবগঙ্গা নদীর তীরে জগদ্বিখ্যাত গণিতবিদ কে.পি. বসুর বাড়ী"। ১১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫
  2. "ঝিনাইদহ জেলা তথ্য বাতায়ন"। ৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫
  3. অধ্যাপক কালিপদ বসু।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.