কামিল আল-হুসাইনি
কামিল আল-হুসাইনি (আরবি: كامل الحسيني, বা কামেল আল-হুসাইনি) (২৩ ফেব্রুয়ারি ১৮৮২ - ৩১ মার্চ ১৯২১) ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মীয় নেতা এবং জেরুজালেমের গ্র্যান্ড মুফতি। তিনি ১৯০৮ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত এই পদে ছিলেন।
কামিল মুহাম্মদ তাহির আল-হুসাইনি | |
---|---|
![]() | |
জন্ম | কামিল ইবনে মুহাম্মদ তাহির ইবনে মোস্তফা তাহির ইবনে আল-হুসাইনি ২৩ ফেব্রুয়ারি ১৮৬৭ জেরুজালেম |
মৃত্যু | ৩১ মার্চ ১৯২১ ৩৯) জেরুজালেম | (বয়স
পেশা | ইসলাম |
উত্তরসূরী | মুহাম্মদ আমিন আল-হুসাইনি |
সন্তান | আহমেদ আল-হুসাইনি |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | উসমানীয় সাম্রাজ্য |
কামিল আল হুসাইনি জেরুজালেমের প্রথম গ্র্যান্ড মুফতি মুহাম্মদ তাহির আল-হুসাইনির পুত্র। ১৯০৮ সালে তার পিতার মৃত্যুর পর তিনি তার উত্তরসুরি হন। রাজনৈতিক দিক থেকে তিনি তার পিতার চেয়ে ভিন্নপন্থি ছিলেন। ফিলিস্তিনে ব্রিটিশ মেন্ডেটের সময় তিনি ইহুদি ও ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে সমঝোতার পক্ষে ছিলেন। ব্রিটিশরা তাকে আপিল আদালতের চেয়ারম্যান এবং পরবর্তীতে উচ্চতর ওয়াকফ কমিটির নেতা নিয়োগ দেয়।
তার মৃত্যুর পর তার ভাই মুহাম্মদ আমিন আল-হুসাইনি তার উত্তরসুরি হন।
তথ্যসূত্র
- Zvi Elpeleg (1992, David Harvey, trans.). The Grand Mufti : Haj Amin al-Hussaini, Founder of the Palestinian National Movement (London: Frank Cass) আইএসবিএন ০-৭১৪৬-৩৪৩২-৮
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.