মুহাম্মদ তাহির আল-হুসাইনি

মুহাম্মদ তাহির মোস্তফা তাহির আল-হুসাইনি (আরবি: محمد طاهر مصطفى طاهر الحسيني, ১৮৪২–১৯০৮) ছিলেন জেরুজালেমের শরিয়া আদালতের বিচারক। তিনি কামিল আল হুসাইনিমুহাম্মদ আমিন আল-হুসাইনির পিতা। তারা দুজনেই পরবর্তীকালে পিতার স্থলাভিষিক্ত হন।

তিনি জেরুজালেমের আল-হুসাইনি পরিবারে জন্মগ্রহণ করেন। উসমানীয় সাম্রাজ্যের তরফ থেকে তাকে ১৮৬০ এর দশকে জেরুজালেমের কাজি নিয়োগ দেয়া হয়। তিনি আয়ান কমিটিতে ছিলেন যা জেরুজালেম এলাকায় বিদেশীদের কাছে জমি বিক্রি যাচাইবাছাই করত। এর ফলে ১৮৯৭ এর শুরুর দিকে ইহুদিদের কাছে জমি বিক্রি বন্ধ হয়ে যায়। তার মৃত্যুর পর তার পুত্র কামিল আল-হুসাইনি জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হন।

তথ্যসূত্র

  • Zvi Elpeleg (1992, David Harvey, trans.). The Grand Mufti : Haj Amin al-Hussaini, Founder of the Palestinian National Movement (London: Frank Cass) আইএসবিএন ০-৭১৪৬-৩৪৩২-৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.