সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি

সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।[1] তবে এখনও এটি কার্যকর করা হয়নি।

সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি)
সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে অংশগ্রহণকারী রাষ্ট্র
স্বাক্ষর১০ সেপ্টেম্বর, ১৯৯৬
স্থাননিউ ইয়র্ক সিটি
কার্যকরকার্যকর হয় নি
শর্ত দ্বারা ১৮০ দিন পরে অনুমোদিত হয়
স্বাক্ষরকারী১৮৩
Ratifiers১৬৩ (যে সমস্ত রাষ্ট্রকে চুক্তি কার্যকর করতে অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে: চীন, মিশর, ভারত, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র)
Depositaryজাতিসংঘের মহাসচিব
ভাষাসমূহআরবি, চীনা, ইংরেজী, ফরাসি, রুশ এবং স্পেনীয়

তথ্যসূত্র

  1. "Resolution adopted by the general assembly:50/245. Comprehensive Nuclear-Test-Ban Treaty"United Nations। ১৭ সেপ্টেম্বর ১৯৯৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.