কবীর (চলচ্চিত্র)

কবীর হল একটি নির্মানাধীন থিলার, ড্রামাটিক চলচ্চিত্র।এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিকেত চট্টোপাধ্যায়। প্রযোজনা করছেন অভিনেতা দেব[1] এই চলচ্চিত্রে দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র এবং এই চলচ্চিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, ।[3] চলচ্চিত্রটি মুম্বাই শহরে জঙ্গিদের দ্বারা ঘটান ধারাবাহিক বিষ্ফোরন সংকান্ত ঘটনা নিয়ে।[4] চলচ্চিত্রটি ২০১৮ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গসহ ভারতের পেক্ষাগৃহে মুক্তি পায়।

কবীর
কবীর চলচ্চিত্রের বানিজ্যিক পোষ্টার
কবীর
পরিচালকঅনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজকদেব এন্টারটেনমেন্ট ভেনচার
রচয়িতাঅনিকেত চট্টোপাধ্যায়
চিত্রনাট্যকারঅনিকেত চট্টোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
চিত্রগ্রাহকসৌমিক হালদার
প্রযোজনা
কোম্পানি
দেব এন্টারটেনমেন্ট ভেন্টুরিস
মুক্তিএপ্রিল ২০১৮
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹ ৩.৫০ কোটি টাকা [1][2]

অভিনয়ে

তথ্যসূত্র

  1. "সেনার বেশে হাজির হলেন দেব, কিন্তু কেন জানেন" সংবাদ প্রতিদিন। ১৬ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮
  2. |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "বড়পর্দায় এবার 'জেহাদি' দেব"এই সময়। ৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮
  4. "ট্রেনে চেপে কবীরের সফর"। আনন্দবাজার প্রত্রিকা। ২৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.