এরিস

এরিস একটি বামন গ্রহ২০০৫ সালের জানুয়ারীতে মাইক ব্রাউনের নেতৃত্বে একটি পালোমার অবাজারভেটরি দল সর্বপ্রথম এর অস্তিত্ব আবিষ্কার করে। একই বছরে পরবর্তীতে এর পরিচয় নির্ধারন করা হয়। সৌরজগতে সবচেয়ে দূরবর্তী বামনগ্রহের একটি হল এরিস[1]

এরিস
2003 UB313 (center) and moon (right of center).
Keck Observatory.
আবিষ্কার
আবিষ্কারকএম. ই. ব্রাউন,
C. A. Trujillo,
D. L. Rabinowitz
বিবরণ
এমপিসি পদমর্যাদা১৩৬১৯৯ এরিস
নামকরণের উৎসএরিস
বিকল্প নামসমূহ২০০৩ ইউবি৩১৩৩১৩
কক্ষপথের বৈশিষ্ট্য
যুগ ৬ মার্চ, ২০০৬ (JD ২৪৫৩৮০০.৫)
অপসূর৯৭.৫৬ এইউ (১৪.৬০ টিএম)
অনুসূর৩৭.৭৭ এইউ (৫.৬৫ টিএম)
অর্ধ-মুখ্য অক্ষ৬৭.৬৬৮১ এইউ (১০.১২ টিমি)
উৎকেন্দ্রিকতা০.৪৪১৭৭
কক্ষীয় পর্যায়কাল২০৩,৫০০ দিন (৫৫৭ )
গড় ব্যত্যয়১৯৭.৬৩৪২৭°
নতি৪৪.১৮৭ °
উদ্বিন্দুর দ্রাঘিমা৩৫.৮৬৯৬°
অনুসূরের উপপত্তি১৫১.৪৩০৫°
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ২৪০০ কিলোমিটার ± ১০০ কিলোমিটার
গড় ব্যাসার্ধ1163±6কিমি
পৃষ্ঠের ক্ষেত্রফল(1.70±0.02)×১০7বর্গ কি.মি.
আয়তন(6.59±0.10)×১০9ঘন কি.মি.
ভর
  • (1.66±0.02)×১০22কেজি
  • ০.০০২৮ Earths
  • ০.২৩ Moons
গড় ঘনত্ব2.52±0.07g/cm3
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ0.82±0.02m/s2
0.083±0.002 g
মুক্তি বেগটেমপ্লেট:V2±0.01 km/s
ঘূর্ণনকাল> 8 h?
নাক্ষত্রিক ঘূর্ণনকাল25.9±0.5hr
প্রতিফলন অনুপাত0.96++0.09
0.04
পৃষ্ঠের তাপমাত্রা ন্যূন মধ্যক সর্বোচ্চ
(প্রায়) ৩০ কে ৪২.৫ কে ৫৫ কে
বর্ণালীর ধরণB−V=০.৭৮, V−R=০.৪৫
আপাত মান১৮.৭
কৌণিক ব্যাস৪০ মিলি-আর্কসে

তথ্যসূত্র

  1. AstDyS-2 এর সূর্য হতে কমপক্ষে ৫৭.০ সৌরবৎসর দূরে বিদ্যমান গৌণ গ্রহাবলির তালিকা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.