বামন গ্রহ

বামন গ্রহ (Dwarf planet) হল সৌরজগতের এক ধরনের জ্যোতিষ্ক যা সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক সজ্ঞায়িত হয়েছে। এই সংজ্ঞাটি বর্তমানে কেবল সৌরজগতের জন্যই প্রযোজ্য। প্লুটো গ্রহটিকে নিয়ে বিতর্ক ওঠার পর উক্ত প্রতিষ্ঠানটি বামন গ্রহের সংজ্ঞা নির্দিষ্ট করে প্লুটোকেও বামন গ্রহের তালিকায় স্থান দেয়। এতে করে এখন পর্যন্ত বামন গ্রহের সংখ্যা হল ৫ টি। [1] এরা হল সেরেস, এরিস, হাউমেয়া, মাকেমাকেপ্লুটো

আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান সমিতি অনুযায়ী বামন গ্রহ হল যাদের 
  • ভর গ্রহের সমান কিন্তু গ্রহও নয়, উপগ্রহও নয়;
  • সূর্যকে সরাসরি প্রদক্ষিণ করে; নিজস্ব আকৃতি পাবার মত অভিকর্ষের মালিক
  • কিন্তু কক্ষপথকে অন্যান্য বস্তু থেকে আলাদা বা স্বতন্ত্র করতে পারেনি।

বামন গ্রহসমূহের তালিকা

বামন গ্রহসমূহ
নামসেরেসপ্লুটোহাউমেয়ামাকেমাকেএরিস
সৌর জগতের যে অঞ্চলে অবস্থিত গ্রহাণু বলয়কুইপার বেষ্টনীকুইপার বেষ্টনীকুইপার বেষ্টনীবিক্ষিপ্ত চাকতি
শ্রেণী গ্রহাণুপ্লুটিনোঅনুরণিত নেপচুনোত্তরচিরায়ত নেপচুনোত্তরবিক্ষিপ্ত চাকতিস্থিত
ব্যাস 975×909 km2306±20 km2400±100 km
ভর কেজিতে
compared to Earth
9.5×১০২০ kg
.00016
~1.305×১০২২ kg
.0022
~1.5×১০২২ kg (est.)
গড় নিরক্ষীয় ব্যাসার্ধ*
in km
0.0738
471
0.180
1,148.07
0.19
~1,200
আয়তন*
in km3
0.00042
0.005
0.007
ঘনত্ব (in g/cm3) 2.082.0
নিরক্ষীয় মাধ্যাকর্ষণ (in m/s2) 0.270.60
মুক্তিবেগ (in km/s) 0.511.2
আবর্তনের সময়কাল (d)
(in sidereal days)
0.3781-6.38718
(retrograde)
কক্ষীয় ব্যাসার্ধ* (AU)
mean
mean in km
2.5-2.9
2.766
413,715,000
39.5
39.48168677
5,906,376,200
37.77-97.56
67.6681
10,210,000,000
কক্ষীয় পর্যায়কাল*(a)
(in sidereal Years)
4.599248.09557
গড় কক্ষীয় বেগ
( কিমি/সে)
17.8824.74903.436
কক্ষীয় উত্কেন্দ্রতা 0.0800.248807660.44177
কক্ষীয় নতি 10.587°17.14175°44.187°
কক্ষপথ ও বিষুবরেখার মধ্যবর্তী নতি
(অক্ষীয় ঢাল দেখুন)
119.61°
পৃষ্ঠের গড় তাপমাত্রা ( কেলভিন-এ) 1674030
উপগ্রহ সংখ্যা
সম্ভাব্য বামন গ্রহসমূহ
NameCategoryDiameterMass
২০০৫ এফওয়াই ("Easterbunny") Cubewano1600 – 2000? kmunknown
অরকাস Plutino840 – 1880 km6.2 - 7.0 × 1020 kg
সেডনা Scattered-Extended object1180–1800 km1.7-6.1 × 1021 kg
2003 EL61 ("Santa") Cubewano~ 1500 km~4.2 × 1021 kg
Quaoar Cubewano989 - 1346? km1.0-2.6 × 1021 kg
Charon
(satellite of Pluto)
Plutino1207 km ± 3 km(1.52±0.06)×1021 kg
2002 TC302 Scattered disc object≤ 1200 kmunknown
Varuna Cubewano~936 km~5.9 × 1020 kg
2002 UX25 Cubewano~910 km~7.9 × 1020 kg
2002 TX300 Cubewano<900 kmunknown
Ixion Plutino<822 kmunknown
2002 AW197 Cubewano700±50 kmunknown
  1. "প্লুটোর গ্রহত্ব হারানোর কাহিনী"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.