এন৭০৯ (বাংলাদেশ)

এন৭০৯ বা খুলনা সিটি বাইপাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি খুলনা এবং মোংলাকে সরাসরি খান জাহান আলী সেতু দ্বারা সংযুক্ত করেছে। [1]

জাতীয় মহাসড়ক 709
খুলনা সিটি বাইপাস
পথের তথ্য
দৈর্ঘ্য:২৬.৫৪ কিমি[1] (১৬.৪৯ মাইল)
প্রধান সংযোগস্থল
ফুলতলা প্রান্ত:আফিলগেট
রূপসা প্রান্ত:কুদির বটতলা
মহাসড়ক ব্যবস্থা
বাংলাদেশের সড়কগুলি
N7 N7

দৈর্ঘ্য

২৭ কিলোমিটার

অ্যালাইনমেন্টে গুরুত্বপূর্ণ এলাকা

  • আফিলগেট
  • চিংড়িখালি
  • তেলিগাতী
  • আড়ংঘাটা
  • বিল পাবলা
  • খুলনা জেলখানা
  • জিরো পয়েন্ট
  • মোহম্মদনগর
  • খান জাহান আলী সেতু
  • কুদির বটতলা

তথ্যসূত্র

  1. "Road Master Plan" (PDF)। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.