এন৫১৮ (বাংলাদেশ)

এন৫১৮ (জাতীয় মহাসড়ক) হল বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি জাতীয় মহাসড়ক। মহাসড়কটি এন৫ এর একটি সংযোগ সড়ক যা উত্তরাঞ্চলের অন্যতম শিল্পনগরী সৈয়দপুরের মাঝ বরাবর চালিত হয়ে এন৫ কে দুই দিক থেকে সংযুক্ত করেছে। রাস্তাটির উত্তর পূর্ব প্রান্ত সৈয়দপুর বাসটার্মিনালের নিকট এন৫ এ এবং পশ্চিম প্রান্ত শহরের পশ্চিমে সোনাপুকুরে এন৫ এ।

জাতীয় মহাসড়ক ৫১৮
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর দ্বারা রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য:৪.১৬ কিমি[1] (২.৫৮ মাইল)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত: এন৫ (বাস টার্মিনাল)
  জেড৫০১১ (সৈয়দপুর সেনানিবাস)
পশ্চিম প্রান্ত: এন৫ (সোনাপুকুর)
মহাসড়ক ব্যবস্থা
বাংলাদেশের সড়কগুলি
N517 N519

রাস্তার বিবরণ

এন৫১৮ হল এন ৫এর একটি সংযোগ সড়ক। সৈয়দপুর বাস টার্মিনালের নিকট এন৫ এর একটি সংযোগস্থল থেকে শুরু হয়ে পশ্চিম দিকে এগিয়ে গেছে।[2] এরপর রাস্তাটি জেড৫০১১ এর সাথে সংযোগ স্থাপন করে এবং আরও এগিয়ে গিয়ে নদীকে অতিক্রম করে। এরপর মহাসড়কটি শহরের মাঝ বরাবর এগিয়ে গিয়ে চিলাহাটি-পার্বতীপুর রেল লাইন অতিক্রম করে এবং উত্তর দিকে বাক নেয়। কিছুদুর এগিয়ে গিয়ে রাস্তাটি আবার পশ্চিমে বাক নেয়। এরপর রাস্তাটি প্রথমে কিছু মার্কেট ও পরে কৃষিজমির উপর দিয়ে এগিয়ে গিয়ে এন৫ এর সাথে মিলিত হয়ে শেষ হয়েছে।[2]

ইতিহাস

প্রধান সংযোগস্থলসমূহ

সম্পূর্ণ রাস্তাটি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় অবস্থিত।

অবস্থানমাইলকি.মি.গন্তব্যটীকা
সৈয়দপুর০.০০০.০০ এন৫ (বাসটার্মিনাল)
জেড৫০১১ (সৈয়দপুর সেনানিবাস)
সৈয়দপুর এন৫ (সোনাপুকুর)

তথ্যসূত্র

  1. "OnlineRoadNetwork N518"। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭
  2. RHD ROAD NETWORK, Nilphamari Division [সওজ সড়ক নেটওয়ার্ক, নীলফামারী বিভাগ] (pdf) (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.