এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।[1]
প্রাক্তন নাম | এনাম ক্লিনিক |
---|---|
ধরন | বেসরকারি মেডিকেল কলেজ |
স্থাপিত | ২০০৩ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ২০০ |
শিক্ষার্থী | ৮৫০ |
স্নাতক | এমবিবিএস |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | ইএমসি |
ওয়েবসাইট | emch |
অবস্থান
প্রতিষ্ঠানটি সাভার পৌরসভার পার্বতীনগরে থানা রোডের পাশে অবস্থিত।
বিস্তারিত
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ এনামুর রহমান।[2] ২০০৩ সালে তিনি এ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠার আগে তিনি সরকারি চাকুরীজীবি ছিলেন। ডা: এনামুর রহমান ১৯৯২ সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রথমে ভাড়া বাসায় এনাম ক্লিনিক নামে ছয় শয্যার একটি ছোট ক্লিনিক করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।[3] এরপর ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।[1] বর্তমানে এটি এক হাজার শয্যা বিশিষ্ট একটি বেসরকারি হাসপাতাল এবং এখানে সাত শতাধিক শির্ক্ষার্থী পড়াশোনা করছে।[3]