এনসিসি ব্যাংক লিমিটেড
এনসিসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।[1] ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।
![]() | |
পাবলিক লিমিটেড কোম্পানি | |
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৫ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মোসলেহ উদ্দীন আহমেদ (Managing Director & CEO) |
পণ্যসমূহ | ব্যাংকিং পরিষেবা |
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
গঠন
বিনিয়োগ কোম্পানি হিসাবে ১৯৮৫ সালে এনসিসি ব্যাংক গঠন করা হয় শিল্প ও বাণিজ্য খাতকে সহায়তা করার উদ্দেশ্যে। ১৯৯২ সালে পর্যন্ত এটি ১৬টি শাখা নিয়ে পরিচালিত হয়। এবপর ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংক এর অনুমতিক্রমে পূর্ণ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। [2]
ব্যাংকিং পরিষেবা
এনসিসি ব্যাংক লিমিটেড গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিসেবা দিয়ে থাকে।
ব্যাংকিং কার্যক্রম
শাখা
বর্তমানে (মে, ২০১৭) ব্যাংকিং শাখা ১০৬টি (৮টি এসএমই শাখাসহ)।[3]
এটিএম
বর্তমানে (মে, ২০১৭) এটিএম বুথ সংখ্যা ৭৩ টি। [4]
মোবাইল ব্যাংকিং
মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং মাইক্যাশ চালু আছে।
তথ্যসুত্র
- "NCC Bank diversifies activities"। The Financial Express। Dhaka। ২৭ আগস্ট ২০০৭। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৩।
- কোম্পানি প্রফাইল
- ব্রাঞ্চ
- এটিএম
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.