আইএফআইসি ব্যাংক লিমিটেড

আইএফআইসি ব্যাংক লিমিটেড[1] বাংলাদেশের একটি প্রাইভেট ব্যানিজ্যিক ব্যাংক।[2][3][4] এটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, (DSE IFIC)
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৯৭৬)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
সালমান এফ. রহমান (চেয়ারম্যান)
এম.শাহ আলম সরোয়ার (ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহব্যাংকিং পরিসেবা,
রিটেইল ব্যাংকিং,
কর্পোরেট ব্যাংকিং,
এসএমই ব্যাংকিং,
বিনিয়োগ ব্যাংকিং
স্লোগানYour Satisfaction First
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

ইতিবৃত্ত

ন্টারন্যাশনাল ফাইনান্স নভেস্টমেন্ট অ্যান্ড মার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়। বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫% শেয়ার সরকারের এবং বাকি অংশ পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ জনগণের।

মিশন

কার্যক্রম

বর্তমানে ব্যাংকটি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে -

  • রিটেইল ব্যাংকিং
  • কর্পোরেট ব্যাংকিং
  • এসএমই ব্যাংকিং
  • বিনিয়োগ ব্যাংকিং

শাখা

মোট শাখা সংখ্যা 148টি।[5]

মোট উপশাখা সংখ্যা 30 টি

তথ্যসূত্র

  1. "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"The Daily Star। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  2. "International Finance Investment and Commerce Bank Limited - Banglapedia"en.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  3. "Home loan now at single digit interest rate"Prothom Alo। ২০১৬-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  4. "IFIC Bank plans to build rural network"The Daily Star। ২০১৩-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  5. "Branches"। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯ অজানা প্যারামিটার |ওয়ে বসাইট= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.