আইএফআইসি ব্যাংক লিমিটেড
আইএফআইসি ব্যাংক লিমিটেড[1] বাংলাদেশের একটি প্রাইভেট ব্যানিজ্যিক ব্যাংক।[2][3][4] এটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে।
![]() | |
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, (DSE IFIC) | |
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ (১৯৭৬) |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | সালমান এফ. রহমান (চেয়ারম্যান) এম.শাহ আলম সরোয়ার (ব্যবস্থাপনা পরিচালক) |
পণ্যসমূহ | ব্যাংকিং পরিসেবা, রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং |
স্লোগান | Your Satisfaction First |
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
ইতিবৃত্ত
ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়। বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫% শেয়ার সরকারের এবং বাকি অংশ পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ জনগণের।
মিশন
কার্যক্রম
বর্তমানে ব্যাংকটি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে -
- রিটেইল ব্যাংকিং
- কর্পোরেট ব্যাংকিং
- এসএমই ব্যাংকিং
- বিনিয়োগ ব্যাংকিং
তথ্যসূত্র
- "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"। The Daily Star। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯।
- "International Finance Investment and Commerce Bank Limited - Banglapedia"। en.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯।
- "Home loan now at single digit interest rate"। Prothom Alo। ২০১৬-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯।
- "IFIC Bank plans to build rural network"। The Daily Star। ২০১৩-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯।
- "Branches"। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯। অজানা প্যারামিটার
|ওয়ে বসাইট=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.