এদুয়ার্দো সালভিয়ো
এদুয়ার্দো আন্তোনিও "ততো" সালভিয়ো (জন্ম: ১৩ জুলাই ১৯৯০) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৭ সালে এদুয়ার্দো সালভিয়ো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এদুয়ার্দো আন্তোনিও সালভিয়ো | ||
জন্ম | ১৩ জুলাই ১৯৯০ | ||
জন্ম স্থান | আভেলানেদা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বেনফিকা | ||
জার্সি নম্বর | ১৮ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৪–২০০৮ | লানুস | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৮–২০১০ | লানুস | ৪১ | (১১) |
২০১০–২০১২ | আতলেতিকো মাদ্রিদ | ৪৪ | (৫) |
২০১০–২০১১ | → বেনফিকা (ধার) | ১৯ | (৪) |
২০১২– | বেনফিকা | ১৩১ | (৩২) |
জাতীয় দল‡ | |||
২০০৭ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ | ৪ | (১) |
২০০৮–২০০৯ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ | ৯ | (৪) |
২০০৯– | আর্জেন্টিনা | ৬ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি ২০০৯ সালে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। ক্লাব পর্যায়ে তিনি স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে ২টি উয়েফা ইউরোপা লীগ, ৪টি প্রিমেইরা লিগা, ২টি তাকা দে পর্তুগাল এবং ৩টি সুপারতাকা কান্দিদো দে অলিভেইরা শিরোপা জয়লাভ করেছেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
আর্জেন্টিনা | ২০০৯ | ১ | ০ |
২০১১ | ২ | ০ | |
২০১২ | ২ | ০ | |
২০১৭ | ১ | ০ | |
মোট | ৬ | ০ |
সম্মাননা
ক্লাব
আতলেতিকো মাদ্রিদ[1]
- উয়েফা ইউরোপা লীগ: ২০০৯–১০, ২০১২–১২
- কোপা দেল রে: রানার-আপ ২০০৯–১০
বেনফিকা[1]
- প্রিমেইরা লিগা: ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭[2]
- তাকা দে পর্তুগাল: ২০১৩–১৪, ২০১৬–১৭
- তাকা দা লিগা: ২০১০–১১, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬
- সুপারতাকা কান্দিদো দে অলিভেইরা: ২০১৪, ২০১৬, ২০১৭
- উয়েফা ইউরোপা লীগ: রানার-আপ ২০১২–১৩, ২০১৩–১৪
ব্যক্তিগত
- ২০১৭ তাকা দে পর্তুগাল ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ[3]
তথ্যসূত্র
- "Especial 'Tetra'" ['Tetra' special edition]। Mística (Portuguese ভাষায়)। নং 33। Portugal: Impresa Publishing। এপ্রিল–জুন ২০১৭। পৃষ্ঠা 96। আইএসএসএন 3846-0823।
- "Salvio eleito o melhor jogador da final" [Salvio elected best player of final]। FPF (Portuguese ভাষায়)। ২৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে এদুয়ার্দো সালভিয়ো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Benfica official profile
- Argentine League statistics (স্পেনীয়)
- বিডিফুটবলে এদুয়ার্দো সালভিয়ো (ইংরেজি)
- এদুয়ার্দো সালভিয়ো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- এদুয়ার্দো সালভিয়ো – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড
(ইংরেজি)
টেমপ্লেট:S.L. Benfica squad
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.