এটিকে

অ্যাটলেটিকো দি কলকাতা' ইন্ডিয়ান সুপার লীগে পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে অংশগ্রহণকারী দল| ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সংকলন ২০১৪ সালের অক্টোবর মাস থেকে অনুষ্ঠিত হবে| অ্যাটলেটিকো দি কলকাতা দলটি ২০১৪ সালের ৭ ই মে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম প্রথম দল হিসাবে স্থাপিত হয়|[1] দলটির নাম স্পেনীয় ফুটবল দল অ্যাটলেটিকো দি মাদ্রিদের অণুকরণে রাখা হয়েছে, যারা এই দলের অন্যতম যুগ্ম মালিক|

এ টি কে
পূর্ণ নামআমার তোমার কলকাতা (অ্যাটলেটিকো দি কলকাতা)
ডাকনামদি বেঙ্গল টাইগার্স
প্রতিষ্ঠিত৭ মে ২০১৪ [1]
মাঠযুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা, পশ্চিমবঙ্গ
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, কলকাতা, পশ্চিমবঙ্গ
ধারণক্ষমতা১২০,০০০[2] , ২২,০০০
Ownersকলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড
(সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া , উৎসব পারেখ )
Head Coach স্টিভ কোপেল
লীগইন্ডিয়ান সুপার লীগ
2014বিজায়ী
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

মালিকানা স্বত্ব

কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এই দলটির পূর্ণাঙ্গ মালিকানা বহন করে। এই সংস্থায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় , সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া ও উৎসব পারেখ।

মাঠ

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন দলটির ঘরের মাঠ হিসেবে পরিচিত। এছাড়া সংস্কারের জন্য মূল মাঠটি উপলব্ধ না থাকায় ২০১৬ সালে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম টি ব্যবহৃত হয়েছে।

খেলোয়াড়

বর্তমান দল

মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[3]

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
অর্নব মন্ডল (ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন)
জন জনশন
রিকি লালমুয়ানকিমা
কার্ল মেগহাগ (স্কটল্যান্ড এর বিখ্যাত দল মাদারওয়েল এর অধিনায়ক ছিলেন)
ডাভিদ উইলিয়ামস (ওয়েলিংটন ফোনিক্স এর হয়ে এ-লিগে ১০টি গোল আছে)
১০ এদু গার্সিয়া (লা লিগা খেলেছেন)
১৩ গো অভিলাশ পাল (এএফসি কাপে একটা ক্লিনশিট আছে)
১৪ আগাস গার্সিয়া
১৫ বলবন্ত সিং (ভারতীয় জাতীয় দলের প্লেয়ার)
১৬ জয়েশ রানে
১৭ প্রণয় হালদার
১৮ হিতেশ শর্মা
নং অবস্থান খেলোয়াড়
১৯ জাভি হার্নান্দেজ (পোলিশ লীগ এ খেলেছেন)
২০ প্রীতম কোটাল
২১ রয় কৃষ্ণা (এ-লিগের টপ স্কোরার ও ফিজির অধিনায়ক)
২২ জবি জাস্টিন
২৩ মাইকেল সুসেইরাজ (ভারতীয় ফুটবলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে একে কিনেছে এটিকে)
২৪ গো ধিরাজ সিং (অনুর্ধ ১৭ বিশ্বকাপে খেলেছেন)
২৬ শেহনাজ সিং
২৯ গো অরিন্দম ভট্টাচার্য
৩০ আনাস ইথাথোড্ডিকা
৩১ প্রীতম কোটাল (ভারতীয় জাতীয় দলের প্লেয়ার)
৩৩ প্রবীর দাস
৮৭ ডারিও ভিদোসিক (চীন সুপার লীগ ও এ-লিগে খেলেছেন,ফিফা বিশ্বকাপ খেলেছেন)

তারকা প্রদর্শনকারীদের গাঢ় রঙে দেখানো হলো।

পিচ মানচিত্রে

অরিন্দম ভট্টাচার্য
আগাস গার্সিয়া
প্রীতম কোটাল
আনাস এড্যাথডিকা
ম্যাকহুঘ
জাভি
রানে/প্রণয়
প্রবীর দাস
সোসাইরাজ
রয় কৃষ্ণা
উইলিয়ামস
২০১৯-২০ আইএসএল starting lineup

বর্তমান স্টাফ

Position Name
প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস
সহকারী কোচ কেভিন কীন
সঞ্জয় সেন
শারীরিক প্রশিক্ষক এবং ফিটনেস কোচ কার্লস রিভেরো
গোলরক্ষক কোচ জুসসি জাসকেলাইনেন
প্রযুক্তিগত পরিচালক সঞ্জয় সেন

References

  1. "Indian Super League football: Sourav Ganguly-backed Atletico de Kolkata launched"NDTV Sports। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪
  2. Mendola, Nicholas। "No New, just Nou: Barcelona decides to upgrade stadium to 105,000"NBC Sports। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪
  3. "মেহতাব জামশেদপুরে, দল পেলেন না নবি"। Anandabazar।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.