এ.এইচ.এম. নোমান খান

এ.এইচ.এম. নোমান খান হলেন একজন বাংলাদেশী সমাজকর্মী এবং বেসরকারী সংগঠন সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য ২০১০ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন।।[1]

এ.এইচ.এম. নোমান খান
স্থানীয় নাম
নোমান খান
পেশাসংগঠক, সমাজকর্মী
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
উল্লেখযোগ্য পুরস্কাররামোন ম্যাগসেসে পুরস্কার

পুরস্কার ও সম্মাননা

নোমান খান প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় যুক্ত করার মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ২০১০ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচ্য ফিলিপাইনভিত্তিক রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।[1][2]

তথ্যসূত্র

  1. "ম্যাগসেসে পেলেন নোমান খান" (অন লাইন ভার্সন)বিবিসি বাংলা। লন্ডন, যুক্তরাজ্য: বিবিসি। ২ অগাস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮
  2. হারুন উর রশীদ স্বপন (৩ অগাস্ট ২০১০)। "উন্নয়নের মূল ধারায় আনতে হবে প্রতিবন্ধীদের - নোমান খান" (অন লাইন ভার্সন)ডয়চে ভেলে বাংলা। জার্মানি: ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.