উদয় চোপড়া

উদয় চোপড়া (জন্ম: ৫ জানুয়ারি, ১৯৭৩)বলিউডের হিন্দি ছবির অভিনেতা, প্রযোজক ও সহকারী পরিচালক।

উদয় চোপড়া
জন্ম৫ জানুয়ারি, ১৯৭৩
পেশাচলচ্চিত্র অভিনেতা, সহকারি পরিচালক, প্রযোজক
কার্যকাল১৯৯২- বর্তমান

জন্ম ও শিক্ষাজীবন

উদয় চোপড়া ১৯৭৩ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইয়াশ চোপড়ার ছেলে। তিনি এবং তার ভাই আদিত্য চোপড়া বাবার সাথে বিভিন্ন ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেদের ইয়াশ রাজ ফিল্ম ব্যানারে বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি।[1] উদয়ের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।[2]

কর্মজীবন

১৯৯৪ সালে অক্ষয় কুমার, কাজল এবং সাইফ আলি খানের সঙ্গে ইয়ে দিল্লাগি ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি জনপ্রিয় মহাব্বতেন ছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে ধুম এবং ২০০৬ এর সিক্যুয়াল ধুম টুতে অভিনয় করেন।

চলচ্চিত্র জীবন

বছরনামচরিত্রঅন্যান্য
১৯৯৩ডরসহকারী পরিচালক
১৯৯৩পরম্পরাসহকারী পরিচালক
১৯৯৪ইয়ে দিল্লাগিপ্রযোজক
১৯৯৫দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেসহকারী পরিচালক
১৯৯৭দিল তো পাগল হেসহকারী পরিচালক
২০০০মোহাব্বতে বিক্রম কাপুর/ওবেরয়নমিনেশন, ফিল্ম ফেয়ার পুরস্কার
২০০২মেরি ইয়ার কি শাদি হেসঞ্জয় মালহোত্রা
২০০৩মুজছে দোস্তি কারগি!রোহান ভর্মাপ্রযোজক
সুপারিআরিয়ান পন্ডিত
কাল হো না হোDay6 AnnouncerSpecial Appearance
২০০৪Charas: A Joint OperationAshraf
ধুম আলী আকবর ফাতেহ খান
হাম তুমসহকারি পরিচালক
২০০৫নীল এন নিকিGurneal 'Neal' Ahluwalia
২০০৬ধুম টুআলী আকবর ফাতেহ খান
২০১০পেয়ার ইমপসিবলঅভয় শর্মাপ্রযোজক, লেখক
২০১২কুচি কুচি হোতা হেঅ্যানিমেশন ছবি
২০১৩ধুম থ্রিআলী আকবর ফাতেহ খানঅভিনেতা
২০১৪গ্রেজ অব মোনাকো (ছবি)  প্রযোজক
২০১৪দ্য লঙ্গেস্ট উইক  প্রযোজক

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. টাইমস অব ইন্ডিয়া
  2. "ছোট হয়েও বড় যারা"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.