ইসলামপুর, জগন্নাথপুর

ইসলামপুর (সিলেটি: ꠁꠡꠟꠣꠝꠙꠥꠞ), বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের একটি গ্রাম। এই গ্রাম ব্রাম্মণগাঁও নামেও পরিচিত।

ইসলামপুর
গ্রাম
ইসলামপুর
বাংলাদেশে ইসলামপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৭.৫২৯″ উত্তর ৯১°৩৫′৩৭.১৪৮″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট
জেলাসুনামগঞ্জ
উপজেলাজগন্নাথপুর
আয়তন
  মোট১.১৩৫ কিমি (০.৪৩৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৯৯৩
  জনঘনত্ব৮৭০/কিমি (২৩০০/বর্গমাইল)
ভাষা
  অফিসিয়ালবাংলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভৌগোলিক উপাত্ত

ইসলামপুর গ্রামের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৭৩৫৪২৫° উত্তর ৯১.৫৯৩৬৫২° পূর্ব / 24.735425; 91.593652[1][2]

ইতিহাস

সংক্ষিপ্ত ইতিহাস

১৬০০ থেকে ১৭০০ শতকের গোড়ার দিকে অত্র গ্রামে ব্রাহ্মণ সমপ্রদায়ের বসবাস ছিল। ১৮০০ শতকের শুরুর দিকে মুসলমানগন এই গ্রামে বসতি স্তাপন করেন, তৎকালীন সময়ে অত্র গ্রামে কয়েকজন মুনশি বসবাস করতেন, যাদের প্রচেষ্টায় সাধারণ মুসলমান গন ধর্মের দিকে অগ্রসর হতে থাকেন, ফলে মানুষ প্রয়োজনের তাগিদে সবার সম্মতি ক্রমে একটি জামে মসজিদ স্তাপন করেন, এখানে উল্লেখ্য যে সে সময়ে প্বার্শবর্তী গ্রাম সৈয়দপুর ব্যাতিত অন্য কোন গ্রামে মসজিদ ছিলনা। শুধু তাই নয়, ক্রমান্বয়ে মানুষ যখন ধর্মের দিকে অগ্রসর হতে থাকেন এমনি এক শুভক্ষণে মৌলভীবাজার জেলার মহকুমার ইটা সিংকাপন নিবাসী মাওলানা আব্দুল কাদির (ছানী) বাঙালী সহ ইটার মাওলানা গণ ঘন ঘন অত্র গ্রামে যাতায়াত করতেন এবং তারা মৌখিক ভাবে এই গ্রামের নাম ইসলামপুর বলে নামকরণ করেন। [3]

ইসলামপুর জামে মসজিদ

১৮৪৪ শতকে মানুষের প্রয়োজনের তাগিদে সবার সম্মতি ক্রমে এই গ্রামের পশ্চিম-পাড়ায় একটি জামে মসজিদ স্থাপন করা হয়, যার নাম দেওয়া হয় ইসলামপুর জামে মসজিদ।[4] সে সময়ে পার্শ্ববর্তী গ্রাম সৈয়দপুর ব্যতীত অন্য কোন গ্রামে মসজিদ ছিল না। ঐতিহাসিক সূত্রে জানা যায়, এই মসজিদের নামানুসারেই গ্রামের নামকরন হয়। তবে এখানে দ্বিমতও রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ

  • সৈয়দপুর আদর্শ কলেজ।

উচ্চ বিদ্যালয় 

প্রাথমিক বিদ্যালয়

  • সোনাতনপুর প্রাথমিক বিদ্যালয়।
  • অনুচন্দ প্রাথমিক বিদ্যালয়।

ধর্মীয় প্রতিষ্ঠান

  • ইসলামপুর জামে মসজিদ।
  • ইনসান আলী মসজিদ।

সংগঠন

  • ইসলামপুর জাগ্রত যুব সংঘ।
  • আশার আলো ইসলামিক সংস্থা।

হাট বাজার

  • জনতা মার্কেট
  • সৈয়দপুর বাজার

দর্শনীয় স্থান

  • ইটাখোলা নদী

অবস্থান

উত্তর দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল ও শাহারপাড়া, দক্ষিণে আশারকান্দি ইউনিয়নের শেওরা ও পাইলগাঁও ইউনিয়নের আলাগদি, পূর্ব দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সুনাতনপুর ও আশারকান্দি ইউনিয়নের পাটকুরা, পশ্চিম দিকে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, টিয়ারগাঁও ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেগরিয়া।

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের গ্রাম ভিত্তিক লোকসংখ্যা অনুসারে ইসলামপুর গ্রামের জনসংখ্যা পূর্ব ব্রাম্মনগাও মৌজায় ৬৭১ জন এবং সোনাতনপুর মৌজায় ৩২২ জন। মোট জনসংখ্যা ৯৯৩ জন। [5] এর মধ্যে পুরুষ ৫৪%, এবং নারী ৪৬%। এখানে নারী পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ১৫%। এই গ্রামের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।

মৌজা

২টি (পূর্ব ব্রাম্মনগাও, সোনাতনপুর)

অর্থনীতি

কৃষিপণ্যের মধ্যে ধানের বিপুল আবাদ রয়েছে। এছাড়া আছে হাওর ভরা মাছ। পাশাপাশি গ্রামের প্রচুর লোক বহির্দেশে বসবাস করায় তাদের পাঠানো রেমিট্যান্সের উপরও এলাকার অর্থনীতি নির্ভরশীল। এছাড়া দরিদ্রদের জন্য সরকারি অবদানও রয়েছে।

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Islampur"wikimapia। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৭
  2. গুগল মানচিত্র. Google Maps - সংগৃহীত জুলাই ২৫, ২০১৭
  3. ইসলামপুরের সংক্ষিপ্ত ইতিহাস
  4. "সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মসজিদ তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০৫-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০
  5. "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ২০১৭ গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.