ইসলাম ও হস্তমৈথুন

ইসলামে হস্তমৈথুন সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা না থাকলেও অনেক হাদীসে পরোক্ষভাবে সেটা বলা হয়েছে। অধিকাংশ ইসলামী আইনবিদদের মতে, সাধারণভাবে হস্তমৈথুন বা স্বমেহন হারাম বা নিষিদ্ধ। [1][2] আবার অনেকে মনে করেন হস্তমৈথুন ইসলামে বৈধ।

কুরআনহাদীস এর আলোকে

ইমাম শাফেয়ী নিম্নক্ত কুরআনের আয়াত দ্বারা হস্তমৈথুন হারাম বলেছেন,

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভূক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে সীমালংঘনকারী হবে।

সূরা মুমিনুন, ৫-৭

উক্ত আয়াতে নিজ স্ত্রী ও দাসী ছাড়া সকল প্রকার যৌনাচার নিষিদ্ধ যার মধ্যে হস্তমৈথুনও রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Rizvi (১৯৯৪)। "3. The Islamic Sexual Morality (2) Its Structure"। (ইংরেজি ভাষায়)। Scarborough, ON, Canada: Islamic Education and Information Center http://www.al-islam.org/marriage-and-morals-islam-sayyid-muhammad-rizvi/chapter-three-islamic-sexul-morality-2-its#b-masturbation অজানা প্যারামিটার |titie= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |frist= উপেক্ষা করা হয়েছে (|first= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. The Lowful And The Prohibited In Islam, Yusuf Al-Qardawi-1997
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.