ইলকেয় গুন্দোগান

ইলকেয় গুন্দোগান একজন জার্মানির পেশাদার ফুটবলার। তিনি জার্মানী জাতীয় ফুটবল দল এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মিডফিল্ডার।

ইলকেয় গুন্দোগান
২০১২ সালে জার্মানি ফুটবল দলের একটি ম্যাচে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-10-24) ২৪ অক্টোবর ১৯৯০
জন্ম স্থান জেলসেনকিরচেন, জার্মানি
উচ্চতা ১.৮০ মি (৫ ফু ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
জার্সি নম্বর

প্রারম্ভিক জীবন

ইলকেয় গুন্দোগান জার্মানির জেলসেনকিরচেন শহরে একটি তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন।[1]

ক্লাব কর্মজীবন

বরুসিয়া ডর্টমুন্ড

২০১১ সালের ৫ মে এফসি নুরেমবার্গ ক্লাব থেকে ৪ মিলিয়ন ইউরোর বিনিময় বরুসিয়া ডর্টমুন্ডে ৪ বছরের চুক্তিতে যোগ দেয়।[2] ২৩ জুলাই শালকে ০৪ এর সাথে অভিষেক হয়। ১৭ ডিসেম্বর ডর্টমুন্ডের হয়ে ১ম গোল করেন। ঐ ম্যাচে এসসি ফেইবারগের সাথে বরুসিয়া ডর্টমুন্ড ৪-১ গোলে জয়লাভ করে।[3]

২০১৫ সালের ৩০ এপ্রিল তিনি ঘোষণা দেন বরুসিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি পুনরায় নবায়ন করবে না। তার চুক্তি ছিল ৩০ জুলাই ২০১৬ পর্যন্ত।

ম্যানচেস্টার সিটি

২ জুন ২০১৬ সালে ৪ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়। তাকে আনতে আনুমানিক ২০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল।[4] যা ছিলো কোচ পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির ১ম দলবদল। ১৪ সেপ্টেম্বর চ্যাম্পিয়েন্স লিগে বরুসিয়া মঞ্চেনবারগের বিপক্ষে অভিষেক হয়। এর ৪ দিন পর এ.এফ.সি. বোর্ন্‌মাউথ এর বিপক্ষে ১ম গোল করেন।

তথ্যছক

  1. "İlkay Gündoğan". UEFA.com. 25 May 2012. Retrieved 1 November 2012.
  2. "Borussia Dortmund announce signing of Nurnberg's Ilkay Gundogan". goal.com. 5 May 2011. Retrieved 12 June 2013.
  3. "Fährmann bringt BVB zur Verzweiflung" [Fährmann brings BVB to despair]. Kicker (in German). 23 July 2011. Retrieved 27 April 2015.
  4. Ornstein, David (2 June 2016). "Ilkay Gundogan: Man City sign midfielder from Borussia Dortmund". BBC Sport. Retrieved 2 June 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.