ইভা লঙ্গোরিয়া
ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া বাস্তন[1] (ইংরেজি: Eva Jacqueline Longoria Bastón; জন্ম: ১৫ মার্চ ১৯৭৫)[2] হলেন একজন মার্কিন অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, সমাজকর্মী ও ব্যবসায়ী। জনপ্রিয় সিরিজ ডেস্পারেট্ হাউজ্ওয়াইফ্স-এ 'গ্যাব্রিয়েল সোলিস'-এর চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই ধারাবাহিকটি ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রচারিত হয় এবং তিনি তার ভূমিকার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি দ্য সেন্টিনেল (২০০৬), ওভার হার ডেড বডি (২০০৮), ক্রিস্তিয়াদা (২০১২), ফ্রন্তেরা (২০১৪) এবং লোরাইডার্স (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ থেকে ২০১৬ সালে লঙ্গোরিয়া এনবিসির সিটকম টেলিনোভেলা ধারাবাহিকে আনা সোফিয়া কালদেরন চরিত্রে অভিনয় করেন এবং লাইফটাইম টেলিভিশনের ডেভিয়াস মেইডস ধারাবাহিকের নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।
ইভা লঙ্গোরিয়া | |
---|---|
Eva Longoria | |
![]() ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসব-এ লঙ্গোরিয়া | |
জন্ম | ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া মার্চ ১৫, ১৯৭৫ কর্পাস ক্রিস্টি, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | ![]() |
অন্যান্য নাম |
|
যেখানের শিক্ষার্থী | টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়-কিংসভিল (বি.এসসি) ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় (এম.এ.) |
পেশা |
|
কার্যকাল | ২০০০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
তথ্যসূত্র
- "Eva Longoria Files for Divorce from Tony Parker"। দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। নভেম্বর ১৮, ২০১০। ডিসেম্বর ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- Hale, Clinton (জুন ২৭, ২০০৭)। "High and Lows of TEVA"। San Antonio Express-News (ইংরেজি ভাষায়)। San Antonio।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইভা লঙ্গোরিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইভা লঙ্গোরিয়া (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ইভা লঙ্গোরিয়া (ইংরেজি)