ইউকো ব্যাঙ্ক

ইউকো ব্যাংক (পূর্বনাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ভারতের অন্যতম প্রাচীন ও অগ্রণী বাণিজ্যিক ব্যাংক। ১৯৪৩ সালে কলকাতায় এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় বিশিষ্ট শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ভারতীয় পুঁজি ও ব্যবস্থাপনায় স্থাপিত বাণিজ্যিক ব্যাংকের ধারণায় উদ্বুদ্ধ হয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করেন। সেই সময় এই ব্যাংকের নাম ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ১৯৬৯ সালের ১৯ জুলাই ভারত সরকার অন্য তেরোটি ব্যাংকের সঙ্গে এই ব্যাংকটিরও রাষ্ট্রায়ত্ত্বকরণ করেন। ১৯৮৫ সালে ভারতীয় সংসদে একটি আইন পাস করে ব্যাংকের নাম ইউকো ব্যাংক রাখা হয়। বর্তমানে সারা দেশে ব্যাংকের প্রায় দুই হাজার পরিষেবা কেন্দ্র রয়েছে। সিঙ্গাপুরহংকং শহরেও এই ব্যাংকের দুটি শাখা বর্তমান।

ইউকো ব্যাংক
UCO Bank
সাধারণ
ব্যবসা হিসেবেNSE: UCOBANK
BSE: 532505
শিল্পব্যাংকিং, অর্থসংস্থান সেবা
প্রতিষ্ঠাকাল জানুয়ারি ১৯৪৩ (1943-01-06)
সদরদপ্তরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
রবি কুমার টাক্কার (সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহখুচরা ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, finance and insurance, investment banking, mortgage loans, private banking, wealth management
আয় ১৮,৫৬০.৯৭ কোটি (US$২.৫৮ বিলিয়ন)(2016)[1]
বিক্রয় আয়
৩,৬০৩ কোটি (US$৫০১.৩৪ মিলিয়ন) (2016)[1]
মুনাফা -২,৭৯৯.২৫ কোটি (US$-.৩৯ বিলিয়ন) (2016)[1]
মোট সম্পদ২,৪৪,৮৮২.৫৩ কোটি (US$৩৪.০৭ বিলিয়ন) (2016) [1]
মালিকভারত সরকার
কর্মীসংখ্যা
24,724 (2016)[1]
স্লোগানঅনার্স ইওর ট্রাস্ট (Honours Your Trust, "আপনার আস্থাকে সম্মান করে")
মূলধন অনুপাত9.63% (2016)[1]
ওয়েবসাইটwww.ucobank.com

তথ্যসূত্র

আরও দেখুন

  • ভারতের ব্যাংক ব্যবস্থা

বহিঃসংযোগ

টেমপ্লেট:Banking in India

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.