আমাসিয়া প্রদেশ

আমাসিয়া প্রদেশ তুরস্কের উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ, যা ইয়েশিল নদীর তীরে কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত। প্রদেশটির জনসংখ্যা ৩৫২,৪৫২ এবং আয়তন প্রায় ৫,৫২০ বর্গ কিলোমিটার।

আমাসিয়া প্রদেশ
Amasya ili
তুরস্কের প্রদেশ
মানচিত্রে তুরস্কের প্রদেশ আমাসিয়া
রাষ্ট্রতুরস্ক
অঞ্চলপশ্চিম কৃষ্ণ সাগর
উপঅঞ্চলসামসুন
সরকার
  নির্বাচনী জেলাআমাসিয়া
আয়তন
  সর্বমোট৫৫২০ কিমি (২১৩০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১০)[1]
  সর্বমোট৩,৩৪,৭৮৬
  জনঘনত্ব৬১/কিমি (১৬০/বর্গমাইল)
এলাকা কোড0৩৫৮
যানবাহন নিবন্ধন০৫

প্রদেশটির রাজধানী আমাসিয়া। এই নাম মহাবীর আলেকজান্ডারের আমলের বিভিন্ন দলিলপত্রে খুঁজে পাওয়া যায়। বিখ্যাত গ্রিক দার্শনিক, ঐতিহাসিক স্ট্রাবো আমাসিয়া শহরে জন্মগ্রহণ করেন। উসমানীয় সাম্রাজ্যের সময় আমাসিয়া শহর অনেক মাদ্রাসার জন্য বিখ্যাত ছিল।

ভৌগোলিক বৈশিষ্ট্য

আমাসিয়া প্রদেশ কৃষ্ণ সাগরের অতি নিকটে সমুদপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। এখানকার জলবায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত অনুভূত হয়। এই প্রদেশের অর্থনীতি কৃষিভিত্তিক এবং আমাসিয়া আপেল চাষের জন্য তুরস্কের প্রদেশসমূহের মধ্যে সবচেয়ে উপযোগী। এছাড়া এখানে তামাক, পিচ ফল, চেরি এবং বিভিন্ন ফলের চাষ হয়।

জেলাসমূহ

আমাসিয়া প্রদেশের একটি দৃশ্য

আমাসিয়া প্রদেশ নিম্নোক্ত সাতটি জেলা নিয়ে গঠিতঃ

  • আমাসিয়া (প্রাদেশিক রাজধানী)
  • গইনুজেক
  • গুমুশাজিকয়
  • হামামোযু
  • মেরযিফন
  • সুলুওভা
  • তাসোভা

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Metadata Population Turkish province

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.