আব্দুর রইছ
আব্দুর রইছ (১ মে ১৯৩১ - ১৮ ডিসেম্বর ১৯৮৮)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ সদস্য। ১৯৭৩ সালের তিনি ১ম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সিলেট-৩ (বর্তমানঃ সুনামগঞ্জ-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [2]
মাননীয় সংসদ সদস্য আব্দুর রইছ | |
---|---|
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
উত্তরসূরী | দেওয়ান শামছুল আবেদীন |
১ম জাতীয় সংসদ-এ সুনামগঞ্জ-৩ আসন-এর সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ | |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আব্দুর রইছ ১ মে ১৯৩১ জগন্নাথপুর, সুনামগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৮ ডিসেম্বর ১৯৮৮ ৬৪) ঢাকা, বাংলাদেশ | (বয়স
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রফিকা রইছ চৌধুরী |
সন্তান | এম. এনামুল কবির ইমন |
পেশা | রাজনীতি |
জীবিকা | আইনজীবী |
যে জন্য পরিচিত | সুনামগঞ্জ-৩ আসনের “১ম এমপি” ও এমপিএ (১ বার) |
ধর্ম | ইসলাম |
জন্ম ও পারিবারিক পরিচিতি
আব্দুর রইছ ১৯৩১ সালের ১ মে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির সুনামগঞ্জ মহুকুমার জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।[1] রফিকা রইছ চৌধুরীর সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।[3] তাদের সন্তান হলেন সুনামগঞ্জের ১ম জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন।[4] তার স্ত্রী ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আমৃত্যু সভানেত্রী।
শিক্ষাজীবন
কর্মজীবন
তিনি বাংলাদেশের সংবিধান রচনায় গুরত্বপূর্ন ভূমিকা পালন করেন। ১৯৮৭ সালে জেলা বারের সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
আব্দুর রইছ রাজনীতিতে গনতন্ত্র ও এলডি এফ এর সাথে ছিলেন। তিনি ১৯৬৯ সালে আওয়ামীলীগে যোগদান করেন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত ১ম জাতীয় সংসদ নির্বাচনে[5][6][7] আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন সিলেট-৩ (বর্তমানঃ সুনামগঞ্জ-৩) আসন থেকে এমপি নির্বাচিত হন।[2][8][9] ১৯৭৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি। এর আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি।
স্বাধীকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান
তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সমাজসেবামূলক কর্মকান্ড
মুত্যু
১৮ ডিসেম্বর ১৯৮৮সালে মৃত্যু বরণ করেন।
পুরস্কার, স্মারক ও সম্মাননা
আরও দেখুন
- ১ম জাতীয় সংসদ নির্বাচন - ১৯৭৩
- বাংলাদেশের ১ম জাতীয় সংসদের সদস্যদের তালিকা।
তথ্যসূত্র
- "একজন জননতো অ্যাডভোকেট আব্দুর রইছ"। জেপিনিউজ২৪.কম অনলাইন। ১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "বিনম্র শ্রদ্ধায় মমতাময়ী প্রয়াত রফিকা রইছ চৌধুরী"। জনতারনিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ১১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির আগামী দিনের কান্ডারী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন"। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ১৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "সংসদের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৩৭-২০০৯)" (PDF)। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস"। ডয়েচ ভেল অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"। সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "আওয়ামী লীগে কোন্দল স্বস্তিতে বিএনপি"। দৈনিক মানবজমিন (অনলাইন ভার্সন)। ২০ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- "নির্বাচনী হাওয়া জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জে"। সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- ১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।