আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী

আ ফ ম আহসানউদ্দীন চৌধুরী তার প্রকৃত নাম আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী (জন্ম: ১ জুলাই ১৯১৫ - মৃত্যু: ৩০ আগস্ট ২০০১) বাংলাদেশের ১১ তম রাষ্ট্রপতি। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[1][2]

আফম আহসানউদ্দীন চৌধুরী
বাংলাদেশের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
মার্চ ৩০ ১৯৮২  ১০ ডিসেম্বর ১৯৮৩
পূর্বসূরীহুসেইন মুহাম্মদ এরশাদ
উত্তরসূরীহুসেইন মুহাম্মদ এরশাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জুলাই ১৯১৫
বোকাইনগর গ্রাম, গৌরীপুর, ময়মনসিংহ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত,
(বর্তমান  বাংলাদেশ)
মৃত্যু৩০ আগস্ট ২০০১
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সালের পূর্বে)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাঙালি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

জন্ম ও প্রাথমিক জীবন

আ ফ ম আহসান উদ্দিন চৌধুরী ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর গ্রামে ১ জুলাই ১৯১৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিএল ডিগ্রি লাভ করেন। [1][2]

কর্মজীবন

আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী ১৯৪২ সালে বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৬৮ সালে ঢাকা হাইকোর্টের এবং ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন আহসান উদ্দিন। ১৯৭৭ সালে তিনি চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা ২৭ মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ।[1][2][3][4]

মৃত্যু

বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী ৩০ আগস্ট ২০০১ সালে মৃত্যুবরণ করেন।  [1][2][3][4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চৌধুরী, বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১১
  2. "গৌরীপুর উপজেলা -প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০
  3. "সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ"Ekushey TV। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১১
  4. amadernotunshomoy.com (২০১৯-০৮-২৯)। "মৃত্যুবার্ষিকীতে তাঁদের স্মরণ"Amadernotun Shomoy। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১১
পূর্বসূরী:
হুসেইন মুহাম্মদ এরশাদ
বাংলাদেশের রাষ্ট্রপতি
মার্চ ৩০ ,১৯৮২ -
উত্তরসূরী:
হুসেইন মুহাম্মদ এরশাদ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.