আন্দ্রি স্টেইন

আন্দ্রি স্টেইন (ইংরেজি: Andrie Steyn; জন্ম: ২৩ নভেম্বর, ১৯৯৬) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে নর্দার্নস মহিলা দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার নর্থ ওম্যান, অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন।

আন্দ্রি স্টেইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআন্দ্রি স্টেইন
জন্ম (1996-11-23) ২৩ নভেম্বর ১৯৯৬
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-বর্তমাননর্দার্নস ওম্যান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ২০
রানের সংখ্যা ৫০১ ৪২
ব্যাটিং গড় ২৬.৩৬ ২১.০০
১০০/৫০ ১/৩ ০/০
সর্বোচ্চ রান ১১৭ ৩৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৫ জুলাই ২০১৭

খেলোয়াড়ী জীবন

৫ জুলাই, ২০১৭ তারিখ পর্যন্ত তিনি বিশটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে অংশগ্রহণ করেছেন।[1] ২০১৭ সালের সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। পচেফস্ট্রুমের পুক ওভালে অনুষ্ঠিত খেলায় তিনি ১১৭ রান তুলে দলকে জয়লাভে প্রভূতঃ সহায়তা করেন।

২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ২৩ মে, ২০১৭ তারিখে ডেন ফন নাইকার্ককে অধিনায়ক মনোনীত করে দক্ষিণ আফ্রিকার দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[2] এতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।

আন্তর্জাতিক শতকসমূহ

আন্দ্রি স্টেইনের একদিনের আন্তর্জাতিকে শতকসমূহ
#রানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠসালফলাফল
১১৭১৯ আয়ারল্যান্ড পচেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকাপুক ওভাল২০১৭জয়

তথ্যসূত্র

  1. "Player Profile: Andrie Steyn"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১০
  2. "ICC Women's World Cup / South Africa Women Squad"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৭

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.