আনিসুর রহমান আনিস
আনিসুর রহমান আনিস একজন বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা ছিলেন যিনি আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[1][2] তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।[3][4][5]
আনিসুর রহমান আনিস | |
---|---|
জন্ম | ১৯৪০ |
মৃত্যু | ২৮ এপ্রিল ২০১৯ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | কুলসুম আরা বেগম (বি. ১৯৬৫; মৃ. ২০১৩) |
সন্তান | ২ |
জীবনী
আনিসুর রহমান আনিস ১৯৪০ সালে জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন।[6] তার গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুরে।[7] ১৯৬০ সালে বিষকন্যা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি।[1] কিন্তু, চলচ্চিত্রটি মুক্তি পায় নি।[2] ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত এইতো জীবন চলচ্চিত্রটি হল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[8] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র যেমন জামাই তেমন বউ।[9] চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেছিলেন।[10] তিনি বাংলাদেশের থিয়েটারাঙ্গনে নবাব সিরাজদ্দৌলা মঞ্চনাটকে গোলাম হোসেন চরিত্র রূপায়নের জন্য পরিচিত।[4]
আনিসুর রহমান আনিস ১৯৬৫ সালে তার খালাতো বোন কুলসুম আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[9] ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।[11] তাদের দুইটি কন্যাসন্তান ছিল।[8]
আনিসুর রহমান আনিস ২০১৯ সালের ২৮ এপ্রিল ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[12][13][14]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
তথ্যসূত্র
- "চলে গেলেন কৌতুক অভিনেতা আনিস"। একুশে টেলিভিশন। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "টেলি সামাদের পর আনিসও চলে গেলেন"। বিডিনিউজ২৪.কম। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Comedian Anisur Rahman laid to rest"। New Age। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Comedian Anis no more"। Daily Sun। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Veteran comedy actor Anis no more"। The Independent। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিস ভাই"। সংবাদ। ১৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "অভিনেতা আনিস আর নেই"। যুগান্তর। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "অভিনেতা আনিস আর নেই"। কালের কণ্ঠ। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই"। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। এনটিভি। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। সমকাল। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই"। আরটিভি। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Actor Anis dead at 78"। Dhaka Tribune। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।