আত তুরতুশি

আবু বকর মুহাম্মদ আত তুরতুশি (আরবি: أبو بكر محمد بن الوليد الطرطوشي) (১০৫৯ – ১১২৬ খ্রিষ্টাব্দ) (৪৫১ – ৫২০ হিজরি) (আত তুরতুশি নামে বেশি পরিচিত) ছিলেন ১২শ শতাব্দীর একজন খ্যাতনামা আন্দালুসিয়ান রাজনৈতিক দার্শনিক। এছাড়া তিনি ফিকহের মালিকি মাজহাবের একজন পন্ডিত।

মুসলিম আইনবিদরাজনৈতিক তাত্ত্বিক
আবু বকর মুহাম্মদ ইবনুল ওয়ালিদ আত তুরতুশি
উপাধিআত তুরতুশি
জন্ম১০৫৯ খ্রিষ্টাব্দ (৪৫১ হিজরি)
টরটসা তাইফা, আন্দালুস
মৃত্যু১১২৬ খ্রিষ্টাব্দ (৫২০ হিজরি)
আলেক্সান্দ্রিয়া, ফাতেমীয় খিলাফত
জাতিভুক্তআরব
যুগফাতেমীয় খিলাফত
অঞ্চলআন্দালুসমিশর
মাজহাবমালিকি[1]
মূল আগ্রহফিকহ, রাজনৈতিক তত্ত্ব
লক্ষণীয় কাজসিরাজ আল মুলুক ফি সুলুক আল মুলুক (The Lamp of Kings for the Qualities of Kingmanship)

জীবন

আত তুরতুশি ১০৫৯ সালে আন্দালুসের টরটসার এবরো বদ্বীপে জন্মগ্রহণ করেন। এসময় এই অঞ্চল বিভিন্ন তাইফা রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। তিনি প্রথমে জারাগোজায় যান এবং বিখ্যাত পন্ডিত ও কবি আবুল ওয়ালিদ আল বাজির কাছে শিক্ষাগ্রহণ শুরু করেন। আন্দালুসিয়ান পলিমেথ ইবনে হাজমের দার্শনিক ও রাজনৈতিক গ্রন্থগুলো অধ্যয়ন করেছেন।

শিক্ষার উদ্দেশ্যে আত তুরতুশি মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে ভ্রমণ করেছেন এবং পূর্বদিকে বাগদাদ পর্যন্ত অগ্রসর হন। তার ভ্রমণ করা স্থানের মধ্যে রয়েছে দামেস্ক, আলেপ্পো, কায়রো ও আলেক্সান্দ্রিয়া। এরপর তিনি আলেক্সান্দ্রিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানে মাদ্রাসায় লেখাপড়া করতে থাকেন। আত তুরতুশি কঠোরভাবে মিশরের ফাতেমীয় খিলাফতের ইসমাইলি মতবাদের সমালোচনা করেছিলেন। আলমোরাভি শাসক ইউসুফ ইবনে তাশফিনের জন্য তিনি একটি ফতোয়া প্রদান করেছিলেন যাতে তাকে স্পেন আক্রমণ করে বিভক্ত তাইফা রাজ্যগুলোকে ক্ষমতাচ্যুত করার অনুমতি দেয়া হয়। সিরাজ আল মুলুক তার বিখ্যাত রচনাকর্ম। এটি রাজনৈতিক তত্ত্বের উপর একটি গুরুত্বপূর্ণ রচনা।

আরও দেখুন

  • আব্রাহাম বেন জেকব, ১০ম শতাব্দীর একজন পর্যটক যিনি ইবরাহিম ইবনে ইয়াকুব আল তুরতুশি নামে পরিচিত।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. Moshe Gil, A History of Palestine, 634-1099, p 424. আইএসবিএন ০৫২১৫৯৯৮৪৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.