বহুবিদ্যাবিশারদ
বহুবিদ্যাবিশারদ বা পলিম্যাথ (গ্রিক: πολυμαθής, polymathēs, "যিনি অনেক শিখেছেন")[1] বলা হয় বহুসংখ্যক বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ কোনো ব্যক্তিকে। সপ্তদশ শতকে সর্বপ্রথম এই পদটি ব্যবহার করা হয়। ইতঃপূর্বে পলিহিস্টর (Polyhistor) পদটি ব্যবহৃত হত।

লিওনার্দো দা ভিঞ্চিকে "রেনেসা মানব" এবং অন্যতম গুরুত্বপূর্ণ পলিমেথ হিসেবে গণ্য করা হয়।
রেনেসাঁস ও আলোকিত যুগের মহান চিন্তাবিদদের বোঝাতে এই শব্দটি প্রায় ব্যবহৃত হয়। তারা সবাই বিজ্ঞান ও কলার কয়েকটি বিষয়ে দক্ষ ছিলেন। এদের মধ্যে রয়েছেন, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো, গটফ্রিড লাইবনিজ, গ্যালিলিও গ্যালিলি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, রবীন্দ্রনাথ ঠাকুর, পাওলো সারপি, নিকোলাস কোপার্নিকাস, ফ্রান্সিস বেকন, থমাস ব্রাউন, জোসে রিজাল, মাইকেল সারভেটাস, আল হাসান ইবনুল হাইসাম ও ওমর খৈয়াম।
তথ্যসূত্র
- The term was first recorded in written English in the early seventeenth century Harper, Daniel (২০০১)। "Online Etymology Dictionary"। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০৫।
আরও পড়ুন
- Frost, Martin, "Polymath: A Renaissance Man"
- Mirchandani, Vinnie, The New Polymath: Profiles in Compound-Technology Innovations", John Wiley & Sons, 2010
- Grafton, A, 'The World of the Polyhistors: Humanism and Encyclopedism’, Central European History, 18: 31–47. (1985)
- Waquet, F, (ed.) 'Mapping the World of Learning: The ‘Polyhistor’ of Daniel Georg Morhof' (2000)
- Herbert Jaumann, "Was ist ein Polyhistor? Gehversuche auf einem verlassenen Terrain," Studia Leibnitiana, 22 (1990), 76-89
টেমপ্লেট:Alternative education
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.