আছিম শাহ

আছিম শাহ জন্ম ১৮৪৩ইংরেজী সন, মৃত্যু ১৯৪৬ ইংরেজী সন, একজন বাংলাদেশি সুফী সাধক, মরমী কবি, গীতিকার, সুরকার ও শিল্পী । হাজারেরও অধিক মরমী গানের রচয়িতা । তারঁ গানগুলো বেশিরভাগ ভাবতত্বের উপর বিত্তি করে রচিত ।[1][2][3]

আছিম শাহ
জন্ম1843 জগন্নাথপুর উপজেলা
মৃত্যু
জাতীয়তাবাংলাদেশি
পেশা'মরমী সাধক গীতিকার

পরিচিতি

আছিম শাহ' বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামে ১২৫০ বঙ্গাব্দের আশ্বিন মাসে জন্ম গ্রহণ করেন এবং ১৩৫৩ বঙ্গাব্দের ২৬ আশ্বিন মৃত্যু বরণ করেন। তিনি সুনামগঞ্জের বিখ্যাত বাউল সাধক হাছন রাজারাধারমণ দত্ত এর সমসাময়িক কবি ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন বলে জানা যায়। তার পিতার নাম ছিল শাহ বদর উদ্দিন মুন্সী। তার পিতা একজন আলীম ও হেকিম শাস্ত্রে পারদর্শী ছিলেন । আছিম শাহের পীর ছিলেন সৈয়দ শাহনুর (রাহঃ) এর শিষ্য সাজু মনি (রহঃ) ।[1]

আছিম শাহ রচিত সঙ্গীত

তথ্যসূত্র

  1. সিলেটের মরমী মানস সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯ ।
  2. সিলেট বিভাগের ইতিবৃত্ত, মোহাম্মদ মুমিনুল হক, সেন্টার ফর বাংলাদেশ রিচার্সঃ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১ ।
  3. জেলা তথ্য বাতায়ন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.