সময়

সময় সম্বন্ধে একাধিক স্বতন্ত্র মতবাদ রয়েছে। একটি মতানুসারে সময় মহাবিশ্বের মৌলিক কাঠামোর একটি অংশ যেটি একটি বিশেষ মাত্রা এবং যেখানে ভৌত ঘটনাসমূহ একটি ক্রমধারায় ঘটে। এটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যা আইজ্যাক নিউটনের তত্ত্বসম্মত। এই মতানুসারে সময় একটি ভৌত রাশি, যা পরিমাপযোগ্য।

একটি এনালগ পকেট ঘড়ি, সময় পরিমাপ করতে ব্যবহৃত একটি যন্ত্র।

একক

সময়ের একক
এককমানদণ্ডমন্তব্য
ইউক্টোসেকেন্ড১০−২৪ এস (10−24 s)
জেপ্টোসেকেন্ড১০−২১ এস (10−21 s)
এটোসেকেন্ড১০−১৮ এস (10−18 s)ক্ষুদ্রতম সময় যা বর্তমানে প্রয়োগ করা হয়
ফেমটোসেকেন্ড১০−১৫ এস (10−15 s)দ্রুতগামী লেজাররশ্মিতে প্রয়োগ করা হয়
পিকোসেকেন্ড১০−১২ এস (10−12 s)
ন্যানোসেকেন্ড১০−৯ এস (10−9 s)
মাইক্রোসেকেন্ড১০−৬ এস (10−6 s)
মিলিসেকেন্ড০.০০১ এস (0.001 s)
সেকেন্ড১ এস (1 s)এসআই ভিত্তিতে একক
মিনিট৬০ সেকেন্ড
ঘন্টা৬০ মিনিট
দিন২৪ ঘন্টা
সপ্তাহ৭ দিনএর আরেক নাম 'সেননাইট' (sennight)
পক্ষ১৪ দিন২ সপ্তাহ (বাংলা সংস্কৃতিতে ১৫ দিন)
চান্দ্র মাস২৭.২ - ২৯.৫ দিনচান্দ্র মাসের অনেক ধরনের সংজ্ঞা রয়েছে
মাস২৮ থেকে ৩১ দিনবাংলা সংস্কৃতিতে শ্রাবণ মাস ৩২ দিন
ফিসক্যাল ইয়ার বা ত্রি-মাস৩ মাস
অর্ধ-বৎসর৬ মাস
বছর১২ মাস
সাধারণ বছর৩৬৫ দিন৫২ সপ্তাহ + ১ দিন
অধিবর্ষ৩৬৬ দিন৫২ সপ্তাহ + ২ দিন
ট্রপিক্যাল ইয়ার৩৬৫.২৪২১৯ দিন[1]গড়
গ্রীগোরিয়ান বর্ষ৩৬৫.২৪২৫ দিন[2]গড়
অলিম্পিয়াডচতুঃবর্ষীয় চক্র
লাসট্রাম৫ বছর কালএর অন্য নাম পেনটাড বা লাষ্টার
দশক১০ বছর কাল
যুগ১২ বছর কাল
ইন্ডিকশন১৫ বছরের সময়কাল
জেনারেশন১৭ - ৩৫ বছরপ্রায়
জয়ন্তী (বাইবেলে বর্ণিত)]]৫০ বছরহীরক জয়ন্তীঃ ৬০ বছর, রজত-জয়ন্তীঃ ২৫ বছর
শতাব্দী বা শতক১০০ বছর
মিলেনিয়াম১,০০০ বছর
এক্সাসেকেন্ড১০১৮ এস (1018 s)অনুমিত করা হয় যে ৩২ বিলিয়ন বছর, দ্বিগুণেরও বেশি সময়
বিশ্বব্রহ্মাণ্ডের বর্তমানে বয়স থেকে
বিশ্বতত্ত্বীয় দশকভ্যারিজবিগ ব্যাং সংজ্ঞার উপর নির্ভরশীল

তথ্যসূত্র

  1. McCarthy, Dennis D.; Seidelmann, P. Kenneth (২০০৯)। Time: from Earth rotation to atomic physics। Wiley-VCH। পৃষ্ঠা 18। আইএসবিএন 3-527-40780-4।, Extract of page 18
  2. Jones, Floyd Nolen (২০০৫)। The Chronology Of The Old Testament (15th সংস্করণ)। New Leaf Publishing Group। পৃষ্ঠা 287। আইএসবিএন 0-890-51416-X।, Extract of page 287

আরও দেখুন

বহিঃ সংযোগ

  • Dowden, Bradley (California State University, Sacramento) (২০০৭)। "Time"। James Fieser, PhD, Bradley Dowden, PhD। The Internet Encyclopedia of Philosophy। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১১
  • Le Poidevin, Robin (Winter ২০০৪)। "The Experience and Perception of Time"। Edward N. Zalta। The Stanford Encyclopedia of Philosophy। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১১
  • Time at Open Directory
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.