পক্ষ
পক্ষ ২টি। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। পক্ষ সাধারণত ১৫ দিনের হয়। অমাবস্যা থেকে পরের ১৫ দিন পর পূর্ণিমা। এই ১৫ দিন শুক্লপক্ষ । আবার পূর্ণিমা থেকে পরের ১৫ দিন পর অমাবস্যা। এই ১৫ দিন কৃষ্ণপক্ষ। সুতরাং ১ চান্দ্রমাসের ১ম ১৫ দিন শুক্লপক্ষীয় এবং ২য় ১৫ দিন কৃষ্ণপক্ষীয়।[1]
দিবস সমূহ
শুক্ল পক্ষ | কৃষ্ণ পক্ষ |
---|---|
১. প্রতিপদ | ১. প্রতিপদ |
২. দ্বিতীয়া | ২. দ্বিতীয়া |
৩. তৃতীয়া | ৩. তৃতীয়া |
৪. চতুর্থী | ৪. চতুর্থী |
৫. পঞ্চমী | ৫. পঞ্চমী |
৬. ষষ্ঠী | ৬. ষষ্ঠী |
৭. সপ্তমী | ৭. সপ্তমী |
৮. অষ্টমী | ৮. অষ্টমী |
৯. নবমী | ৯. নবমী |
১০. দশমী | ১০. দশমী |
১১. একাদশী | ১১. একাদশী |
১২. দ্বাদশী | ১২. দ্বাদশী |
১৩. ত্রয়োদশী | ১৩. ত্রয়োদশী |
১৪. চতুর্দশী | ১৪. চতুর্দশী |
১৫.পূর্ণিমা | ১৫. অমাবস্যা |
শুক্ল পক্ষ
দিন | তিথি | উৎসব | মাস |
---|---|---|---|
১ম দিন | প্রতিপদ | বালি প্রতিপদ, গোবর্ধন পূজা | কার্তিক |
২য় দিন | দ্বিতীয়া | ভাইফোঁটা | কার্তিক |
৩য় দিন | তৃতীয়া | তিজ | ভাদ্রপদ |
৩য় দিন | তৃতীয়া | অক্ষয়া তৃতীয়া | বৈশাখ |
৪র্থ দিন | চতুর্থী | গণেশ চতুর্থী | ভাদ্রপদ |
৪র্থ দিন | চতুর্থী | গণেশ জয়ন্তী | মাঘ |
৫ম দিন | পঞ্চমী | নুয়াখাই | ভাদ্রপদ |
৫ম দিন | পঞ্চমী | বিবাহ পঞ্চমী | মার্গশীর্ষ |
৬ষ্ঠ দিন | ষষ্ঠী | শীতলষষ্ঠী | জ্যৈষ্ঠা |
৯ম দিন | নবমী | রাম নবমী | চৈত্র |
১০ম দিন | দশমী | বিজয়া দশমী | আশ্বিন |
১১তম দিন | একাদশী | সায়নী একাদশী | আষাঢ় |
১১তম দিন | একাদশী | বৈকুণ্ঠ একাদশী | মার্গশীর্ষ |
১৪তম দিন | চতুর্দশী | সংবৎসরী | ভাদ্রপদ |
১৫তম দিন | পূর্ণিমা | গুরু পূর্ণিমা | আষাঢ় |
কৃষ্ণ পক্ষ
অন্যান্য ব্যবহার
আরও দেখুন
- পিতৃপক্ষ
- দেবীপক্ষ
বহিসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.