সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া
সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া হচ্ছে একটি ভারতীয় মিডিয়া কোম্পানি, যেটি সনি কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা।[1] প্রাথমিকভাবে, কর্পোরেশনটি কেবল টেলিভিশন সম্প্রচার ব্যবসা চালানোর জন্য গঠিত হয়েছিল; তবে পরবর্তীতে, এটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই গ্রুপটিতে এসপিএন প্রোডাকসনস এবং এসপিএন বিতরণকে সহায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠাকাল | অক্টোবর ১৯৯৫ |
---|---|
সদরদপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
প্রধান ব্যক্তি | এনপি সিং (সিইও) রোহিত গুপ্তা রাজেশ কৌল |
আয় | ![]() |
মালিক | সনি |
কর্মীসংখ্যা | ২,০০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
এই কোম্পানিটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, সনি টেন, এএক্সএন এবং এর অন্যান্য নেটওয়ার্কগুলোর সাহায্যে ভারতে সনি-এর টেলিভিশন চ্যানেল বিভাগ পরিচালনা করে।
মালিকানাধীন চ্যানেল
- সনি টিভি
- সাব টিভি
- সনি পল
- এএক্সএন
- সনি আট
- সনি মারাঠি
- সনি ম্যাক্স
- সনি ম্যাক্স ২
- সনি ওয়াহ
- সনি পিক্স
- সনি মিক্স
- সনি বিবিসি আর্থ
- সনি ইয়াই
- সনি সিক্স
- সনি টেন ১
- সনি টেন ২
- সনি টেন ৩
- সনি ইএসপিএন
ওটিটি প্ল্যাটফর্ম
প্রাক্তন চ্যানেল
- এ্যানিম্যাক্স
- সনি কিক্স
- সনি রক্স
- সনি লে প্লেক্স
- সনি টেন গলফ
আরও দেখুন
তথ্যসূত্র
- "Overview"। Sony Pictures Networks India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.