সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া

সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া হচ্ছে একটি ভারতীয় মিডিয়া কোম্পানি, যেটি সনি কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা।[1] প্রাথমিকভাবে, কর্পোরেশনটি কেবল টেলিভিশন সম্প্রচার ব্যবসা চালানোর জন্য গঠিত হয়েছিল; তবে পরবর্তীতে, এটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই গ্রুপটিতে এসপিএন প্রোডাকসনস এবং এসপিএন বিতরণকে সহায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
প্রতিষ্ঠাকালঅক্টোবর ১৯৯৫ (October 1995)
সদরদপ্তরমুম্বই, মহারাষ্ট্র, ভারত
প্রধান ব্যক্তি
এনপি সিং (সিইও)
রোহিত গুপ্তা
রাজেশ কৌল
আয়১,০০০ কোটি (US$১৩৯.১৫ মিলিয়ন) (2010)
মালিকসনি
কর্মীসংখ্যা
২,০০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

এই কোম্পানিটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, সনি টেন, এএক্সএন এবং এর অন্যান্য নেটওয়ার্কগুলোর সাহায্যে ভারতে সনি-এর টেলিভিশন চ্যানেল বিভাগ পরিচালনা করে।

মালিকানাধীন চ্যানেল

ওটিটি প্ল্যাটফর্ম

প্রাক্তন চ্যানেল

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Overview"Sony Pictures Networks India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.