সনি সিক্স

সনি সিক্স হল ভারতের এমএসএম মালিকানাধীন এবং পরিচালিত একটি ভারতীয় ক্রীড়াভিত্তিক চ্যানেল। এছাড়াও তারা ভারতের জনপ্রিয় অন্যান্য দুটি চ্যানেল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন (ভারত) এবং সেট ম্যাক্স এর মালিক।[1] চ্যানেলটি যুব সমাজের উদ্দেশ্য করে নির্মাণ করা হয়।[2] এটি ২০০৭ সালের এপ্রিল মাসে সর্ব প্রথম চালু করা হয়েছিল এবং ভারতে ১৪ তম ক্রীড়া চ্যানেল হিসেবে জায়গা পায়।[3]

সনি সিক্স
উদ্বোধন৭ এপ্রিল ২০১২
মালিকানাএমএসএম ইন্ডিয়া (একটি সনি পিকচার ইন্টারটেইন্টমেন্ট কোম্পানী)
দেশভারত
ভাষাইংরেজি
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়মুম্বাই, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সনি টিভি
সেট ম্যাক্স
সাব টিভি
সেট পিক্স
সনি মিক্স
সনি আট
এএক্সএন
এনিম্যাক্স
ওয়েবসাইটসনি সিক্স
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ডিশ টিভিচ্যানেল ৬৬৪(এসডি)
চ্যানেল ৮২ (এইচডি)
টাটা স্কাইচ্যানেল ৪১৯ (এসডি)
চ্যানেল ৪২০ (এইচডি)
ভিডিওকন ডিটুএইচচ্যানেল ৪২৩ (এসডি)
চ্যানেল ৪২৪ (এইচডি)
রিলায়েন্স ডিজিটাল টিভিচ্যানেল ৫১১
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ২৩৩ (এসডি)
চ্যানেল ২২২ (এইচডি)
সান ডাইরেক্টচ্যানেল ৫০৮

সনি সিক্স মূলত ক্রিকেট, পেশাদারী কুস্তি, মিশ্র মার্শাল আর্ট, রাগবি ইউনিয়ন, বাস্কেটবল, ফুটবল এবং ব্যাডমিন্টন খেলা সম্প্রচার করে থাকে।[4]

তথ্যসূত্র

  1. "Coming from Sony: Sports channel named Six"Business Standard। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২
  2. "IPL 5: Multi Screen Media plans to air matches on SIX next year"The Economic Times। ৮ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১২
  3. "Sony Six could be launching on a bouncy wicket"The Hindu Business Line। ২৬ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২
  4. "MSM sports channel SIX launched on 7 April"Hindustan Times। ৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.