এ্যানিম্যাক্স (ভারত)
এ্যানিম্যক্স ইন্ডিয়া হল একটি ভারতের মুম্বাই থেকে জাপানি সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল নেটওয়ার্ক। এটি বর্তমানে ইংরেজিতে ২৪ ঘন্টা সম্প্রচারিত হচ্ছে। এই চ্যানেলটি জাপানি মিডিয়া কংলোমিরেট সনি এর একটি অংশ। এছাড়াও এটি প্রথম এ্যানিমেশন চ্যানেল যাতে ১৩-৩৫ বছরের বয়সকে উদ্দেশ্য করে অনুষ্ঠানমালা সম্প্রাচার করা হচ্ছে।
এ্যানিম্যাক্স (ভারত) | |
---|---|
![]() | |
উদ্বোধন | ৫ এপ্রিল ২০০৪ |
নেটওয়ার্ক | এ্যানিম্যক্স |
মালিকানা | সনি পিকচার ইন্টারটেইন্টমেন্ট |
চিত্রের বিন্যাস | (৪৮০আই) (এসডিটিভি) |
স্লোগান | এ ওয়ার্ল্ড লেস অর্ডিনারী |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | নয়া দিল্লি |
প্রধান কার্যালয় | ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এএক্সএন ইন্ডিয়া সেট পিক্স |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট (এশিয়া) |
প্রাপ্তিস্থান | |
Channel 45 | |
Channel 513 | |
ক্যাবল | |
Channel 324 | |
[DigiCable] | [Channel 278] |
Also available on most local cables | Check local listings for channels |
ইতিহাস
এ্যানিম্যক্স ২০০৪ সালের ৫ এপ্রিল থেকে ভারত ও দক্ষিণ এশিয়ার বাকি এলাকা জুড়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করে। এটি সিঙ্গাপুর থেকে এ্যানিম্যক্স এশিয়া দ্বারা পরিচালিত এবং সম্প্রচার হত এবং সেট ইন্ডিয়া কর্তৃক বিতরণ করা হয়।[1]
অনুষ্ঠানমালা
- বর্তমান সম্প্রচারিত অনুষ্ঠানমালা
- কার্ডফাইট!! ভ্যানগার্ড লিংক জোকার
- ব্রু ড্রাগন: ট্রায়ালস অব দ্যা সেভেন শ্যাডো (মৌসুম ২)
- ফেয়ারী টেইল: লেট দ্যা গেমস বিগিন! (মৌসুম ৪)
- লিটল বাসটার
তথ্যসূত্র
- "Animax plans to go Hindi soon"। thehindubusinessline। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.