ভারত সরকার
ভারত সরকার (Government of India [1]; Bhārat Sarkār) সরকারিভাবে ইউনিয়ন গভর্নমেন্ট সাধারণভাবে কেন্দ্রীয় সরকার নামে ভারতে প্রচলিত। এটা ভারতের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত এবং ২৯ টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়নের শাসক কর্তৃপক্ষ, সম্মিলিতভাবে ভারতের প্রজাতন্ত্র বলা হয়। এটা নতুন দিল্লি, ভারতের রাজধানীতে অবস্থিত।
![]() |
---|
এই নিবন্ধটি ভারতের রাজনীতি ও সরকার ধারাবাহিকের অংশ |
|
নির্বাচন নির্বাচন কমিশন:
|
রাজনৈতিক দল |
স্থানীয় ও রাজ্য সরকার |
|
ভারতের নাগরিকদের জন্য প্রযোজ্য মৌলিক দেওয়ানি ও ফৌজদারি আইনগুলি মুখ্য সংসদীয় আইনসভায় নির্ধারণ করা হয়।
ভারতের উপরাষ্ট্রপতি
মুপপাওয়ারপু ভেঙ্কাইয়া নাইডু
রাষ্ট্রপতি
রামনাথ কোভিন্দ
ভারতের মন্ত্রিপরিষদ
মন্ত্রক | মন্ত্রী | সংসদীয় কেন্দ্র | জন্মস্থান | নোট |
---|---|---|---|---|
স্বরাষ্ট্র | অমিত শাহ | গান্ধীনগর | মুম্বই | Cabinet Committee on Security, Cabinet Committee on Political Affairs |
অর্থ ও কর্পোরেট বিষয়ক | নির্মলা সীতারামন | কর্ণাটক(RS) | মাদুরাই | Cabinet Committee on Security, Cabinet Committee on Political Affairs |
প্রতিরক্ষা | রাজনাথ সিং | লখনউ | চন্দৌলি | Cabinet Committee on Security |
পররাষ্ট্র | সুভ্রাহ্মণ্যম জয়শঙ্কর | - | নতুন দিল্লি | Cabinet Committee on Security |
রেল শিল্প ও বাণিজ্য | পীযূষ গোয়েল | মহারাষ্ট্র(RS) | মুম্বই | Cabinet Committee on Economic Affairs , Cabinet Committee on Political Affairs , Cabinet Committee on Investment and Growth |
সংসদ বিষয়ক | প্রল্হাদ যোশী | ধারবাদ | বিজাপুর | Cabinet Committee on Political Affairs , Cabinet Committee on Parliamentary Affairs |
সড়ক পরিবহন ও মহাসড়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ জাহাজ | নিতিন গডকড়ী | নাগপুর | নাগপুর | Cabinet Committee on Political Affairs |
মহিলা ও শিশু উন্নয়ন বস্র | স্মৃতি ইরানি | আমেঠি | নতুন দিল্লি | Cabinet Committee on Employment and Skill Development |
আইন ও বিচার ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি | রবি শঙ্কর প্রসাদ | পাটনা সাহিব | পাটনা | Cabinet Committee on Political Affairs |
তথ্য ও সম্প্রচার পরিবেশ | প্রকাশ জাভেদকার | মধ্যপ্রদেশ(RS) | পুনে | Cabinet Committee on Parliamentary Affairs |
স্বাস্থ্য - পরিবার কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তি ভূ বিজ্ঞান | হর্ষ বর্ধন | চাঁদনী চক | দিল্লি | Cabinet Committee on Political Affairs |
গ্রামীণ উন্নয়ন - পঞ্চায়েত রাজ খনি | নরেন্দ্র সিং তোমর | মোরেনা | মোরেনা | Cabinet Committee on Political Affairs |
মানব সম্পদ উন্নয়ন | রমেশ পোখরিয়াল | হরিদ্বার | গাড়োয়াল | Cabinet Committee on Employment and Skill Development |
তেল - গ্যাস ইস্পাত | ধর্মেন্দ্র প্রধান | মধ্যপ্রদেশ(RS) | তালচের | Cabinet Committee on Economic Affairs |
রাসায়নিক ও সার | সদানন্দ গৌড়া | বেঙ্গালুরু উত্তর | সুলিয়া | Cabinet Committee on Economic Affairs |
পশু পালন | গিরিরাজ সিং | বেগুসারাই | বড়হিয়া | কানহাইয়া কুমারকে হারিয়ে আসন জেতেন। |
জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনর্জাগরণ | গজেন্দ্র শেখায়াত | যোধপুর | জয়সলমের | রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট এর পুত্রকে হারিয়ে আসন জেতেন। |
সংখ্যালঘু বিষয়ক | মুখতার আব্বাস নকভি | ঝাড়খন্ড(RS) | এলাহাবাদ | |
বেসামরিক বিমান চলাচল | হরদীপ পুরী | উত্তর প্রদেশ(RS) | দিল্লি | |
কৃষি ও কৃষক কল্যাণ | রাধা মোহন সিং | পূর্বী চম্পারণ | পূর্ব চম্পারণ | |
গৃহায়ন ও নগর বিষয়ক ও নগর দারিদ্র্য বিমোচন | ||||
পানীয় পানি ও স্যানিটেশন | ||||
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- বর্ডার সিকিউরিটি ফোর্স
- সশস্ত্র সীমা বল
- ইন্টেলিজেন্স ব্যুরো
- রাষ্ট্রীয় তদন্ত সংস্থা (NIA)
- কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা ফোর্স (CISF)
- রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড (NSG)
- ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়
- বেসামরিক বিমান চলাচল সুরক্ষা ব্যুরো
- ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
- এয়ার ইন্ডিয়া
প্রতিমন্ত্রী(স্বাধীন দায়িত্ব)
মন্ত্রক | মন্ত্রী | সংসদীয় কেন্দ্র | জন্মস্থান |
---|---|---|---|
উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন | জিতেন্দ্র সিং | উধমপুর | জম্মু |
পর্যটন | প্রহ্লাদ প্যাটেল | দামোহ | নরসিংহপুর |
প্রতিমন্ত্রী
মন্ত্রক | প্রতিমন্ত্রী | সংসদীয় কেন্দ্র | জন্মস্থান |
---|---|---|---|
স্বরাষ্ট্র | জি কিষান রেড্ডি | Secunderabad | Shamshabad |
স্বরাষ্ট্র | নিত্যানন্দ রাই | Ujiarpur | হাজিপুর (বিহার) |
অর্থ ও কর্পোরেট বিষয়ক | অনুরাগ ঠাকুর | হামিরপুর | হামিরপুর |
মহিলা ও শিশু উন্নয়ন | দেবশ্রী চৌধুরী | রায়গঞ্জ | রায়গঞ্জ |
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন | বাবুল সুপ্রিয় | আসানসোল | উত্তরপাড়া কোতরং |
আইন-সভা
ভারতে লেজিসলেটিভ ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত সংসদের একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা উপর ন্যস্ত করা হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
- অজিত দোভাল
মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা
- কে বি সুব্রহ্মণ্যম
তথ্যসূত্র
- http://www.rajbhasha.gov.in/annualeng.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০০৮ তারিখে Official Language Resolution, 1968
- "cabinet-reshuffle"।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.