জেঞ্জেবি দিবাবা

জেঞ্জেবি দিবাবা কেনেনি (ইংরেজি: Genzebe Dibaba; জন্ম: ৮ ফেব্রুয়ারি, ১৯৯১) বেকোজি এলাকায় জন্মগ্রহণকারী ইথিওপিয়ার মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ। তিনি তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তিরুনেশ দিবাবা ও অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী জেগায়েহু দিবাবা’র বোন এবং সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন দেরারতু তুলু’র কাকাতো বোন।[4] ১৭ জুলাই, ২০১৫ তারিখে মোনাকো’র হারকিউলিসে ৩:৫০.৭ মিনিট সময় নিয়ে ১৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে বর্তমান বিশ্বরেকর্ডের অধিকারী জেঞ্জেবি দিবাবা

জেঞ্জেবি দিবাবা
সপটে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশীপে জেঞ্জেবি।
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাইথিওপিয়া
জন্ম (1991-02-08) ৮ ফেব্রুয়ারি ১৯৯১[1]
বেকোজি, ইথিওপিয়া[1]
উচ্চতা১৬৮ সে.মি.[1]
ওজন৫২ কেজি[1]
ক্রীড়া
ক্রীড়াঅ্যাথলেটিকস
ঘটনাসমূহ১৫০০ মিটার, ৩০০০ মিটার, ৫০০০ মিটার
কোচজামা এডেন
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা১৫০০ মি.: ৩:৫০:০৭ বিশ্বরেকর্ড[2]
ইনডোর ১৫০০ মি.: ৩:৫৫.১৭আই বিশ্বরেকর্ড[3]
৩০০০ মি.: ৮:২৬.২১[3]
ইনডোর ৩০০০ মি.: ৮:১৬.৬০আই বিশ্বরেকর্ড[3]
ইনডোর ২-মাইল: ৯:০০.৪৮আই বিশ্বরেকর্ড[3]
৫০০০ মি.: ১৪:১৫.৪১[3]
ইনডোর ৫০০০ মি.: ১৪:১৮.৮৬আই বিশ্বরেকর্ড[3]

প্রারম্ভিক জীবন

২০০৮[5] ও ২০০৯ সালের আইএএএফ বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশীপের বালিকাদের বিভাগে শিরোপা জয় করেন জেঞ্জেবে।[6] এরফলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ধারাবাহিকভাবে দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব গড়েন। একই বিষয়ে ২০০৭ সালে পঞ্চম স্থান দখল করেছিলেন তিনি। ২০০৮ সালে বিসলেট গেমসে ৫০০০ মিটার দৌঁড়ে নিজস্ব সেরা ১৫:০২.৪১ সময় নেন। ঐ একই বিষয়ে তার বোন তিরুনেশ নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন।[7] একই বছর পাঁচ সেকেন্ড কম সময় নিয়ে নিজের সেরা রেকর্ড গড়েন।

খেলোয়াড়ী জীবন

২০১২ সালের বিশ্ব ইনডোর প্রতিযোগিতায় ১৫০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন ও এ দূরত্বে বিশ্বরেকর্ড গড়েন। ২০১৪ সালের বিশ্ব ইনডোর চ্যাম্পিয়ন হন। ৩০০০ মিটারের দূরত্বে তিনি বিশ্ব ইনডোর প্রতিযোগিতার রেকর্ডধারী। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ইথিওপিয়ার প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, ২০০৯ ও ২০১১ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার ক্রীড়াবিদ হিসেবে তিনি বেশ সফলতা পেয়েছেন। দুইবার জুনিয়র ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি শিরোপাসহ ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পান।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

রেকর্ড
পূর্বসূরী
কু আঞ্জিয়া
মহিলাদের ১,৫০০ মিটারে বিশ্বরেকর্ডধারী
১৭ জুলাই, ২০১৫ – বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
ইয়েলেনা সবোলেভা
ইনডোরে মহিলাদের ১,৫০০ মিটারে বিশ্বরেকর্ডধারী
১ ফেব্রুয়ারি, ২০১৪ – বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
মেসেরেট ডেফার
ইনডোরে মহিলাদের ৩,০০০ মিটারে বিশ্বরেকর্ডধারী
৬ ফেব্রুয়ারি, ২০১৪ – বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পুরস্কার
পূর্বসূরী
মিসি ফ্রাঙ্কলিন
লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ
২০১৫
উত্তরসূরী
সেরেনা উইলিয়ামস
পূর্বসূরী
ভ্যালেরি অ্যাডামস
বর্ষসেরা আইএএএফ অ্যাথলেট
২০১৫
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
অনিতা ওদারজিক
মহিলাদের বর্ষসেরা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট
২০১৫
উত্তরসূরী
নির্ধারিত হয়নি

{{Footer World Champions 1500 m Women}}

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.