বুরি রাজবংশ
বুরি রাজবংশ ছিল একটি তুর্কি মুসলিম রাজবংশ।[1] ১২শ শতাব্দীর প্রথমদিকে এই রাজবংশ দামেস্ক আমিরাত শাসন করেছে।
বুরি রাজবংশ | |||||
| |||||
![]() বুরির অবস্থান ১১৩৫ সালে নিকট প্রাচ্য | |||||
রাজধানী | দামেস্ক | ||||
ভাষাসমূহ | আরবি তুর্কি ফার্সি | ||||
ধর্ম | ইসলাম (সুন্নি) | ||||
সরকার | আমিরাত | ||||
আমির | |||||
- | ১১০৪-১১২৮ | তুগতেকিন (প্রথম) | |||
- | ১১৪০–১১৫৪ | মুজিরউদ্দিন আবাক (শেষ) | |||
ইতিহাস | |||||
- | সংস্থাপিত | ১১০৪ | |||
- | ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে | ১১৫৪ | |||
মুদ্রা | দিনার | ||||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
ইতিহাস
তুগতেকিন ছিলেন প্রথম বুরি শাসক।[2] দামেস্কের সেলজুক শাসক দুকাকের অধীনস্থ হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। ১১০৪ খ্রিষ্টাব্দে দুকাকের মৃত্যুর পর তুগতেকিন শহরের ক্ষমতা নিজের হাতে নেন।
তুগতেকিনের পুত্র তাজ আল-মুলুক বুরির নামানুসারে রাজবংশের নামকরণ হয়েছে। বুরিরা আব্বাসীয় খিলাফতের জন্য উপঢৌকন পাঠায় এবং খিলাফতের তরফ থেকে স্বীকৃতি পায়। খিলাফত কর্তৃক আমিরাতের ব্যাপারে হস্তক্ষেপ করা হত না।[1]
১১৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বুরিরা শহর শাসন করেছে। এসময় আলেপ্পোর জেনগি শাসন নুরউদ্দিন জেনগি শহর দখল করেন।[3]
মার্জ আল-সাফফার যুদ্ধে বুরিরা ক্রুসেডারদের কাছে পরাজিত হয়। তবে দ্বিতীয় ক্রুসেডের সময় দামেস্ক রক্ষা করতে সক্ষম হয়েছিল।
দামেস্কের বুরি আমির
শাসনতান্ত্রিক নাম | ব্যক্তিগত নাম | শাসনকাল | |
---|---|---|---|
আমির أمیر সাইফ-উল-ইসলাম سیف الاسلام |
জহিরউদ্দিন তুগতেকিন ظاھر الدین طغتکین |
১১০৪–১১২৮ | |
আমির أمیر |
তাজ-উল-মুলুক বুরি تاج الملک بوری |
১১২৮–১১৩২ | |
আমির أمیر |
শামসুল মুলক ইসমাইল شمس الملک اسماعیل |
১১৩২–১১৩৫ | |
আমির أمیر |
শিহাবউদ্দিন মাহমুদ شھاب الدین محمود |
১১৩৫–১১৩৯ | |
আমির أمیر |
জামালউদ্দিন মুহাম্মদ جمال الدین محمد |
১১৩৯–১১৪০ | |
আমির أمیر |
মুইনউদ্দিন উনুর معین الدین أنر |
১১৪০–১১৪৯ অভিভাবক | |
আমির أمیر মুজিরউদ্দিন مجیر الدین |
আবু সাইদ আবাক ابو سعید ابق |
১১৪০–১১৫৪ | |
জেনগি রাজবংশ কর্তৃক বুরি রাজবংশ ক্ষমতাচ্যুত। |
- সবুজ অংশ মুইনউদ্দিন উনুরের অভিভাবকত্ব নির্দেশ করে।
আরও দেখুন
- সুন্নি মুসলিম রাজবংশের তালিকা
তথ্যসূত্র
- Burids, R. LeTourneau, The Encyclopedia of Islam, Vol. I, ed. H.A.R.Gibb, J.H.Kramers, E. Levi Provencal and J. Schacht, (Brill, 1986), 1332.
- D.S. Richards, The Chronicle of Ibn Al-Athir for the Crusading Period from Al-Kamil Fi'l-ta-Ta'rikh, (Ashgate Publishing Ltd, 2010), 16.
- Medieval Islamic Civilization: L-Z, Ed. Josef W. Meri, Jere L. Bacharach, (Taylor & Francis, 2006), 568.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.