বুরি রাজবংশ

বুরি রাজবংশ ছিল একটি তুর্কি মুসলিম রাজবংশ।[1] ১২শ শতাব্দীর প্রথমদিকে এই রাজবংশ দামেস্ক আমিরাত শাসন করেছে।

বুরি রাজবংশ

১১০৪–১১৫৪
বুরির অবস্থান
১১৩৫ সালে নিকট প্রাচ্য
রাজধানী দামেস্ক
ভাষাসমূহ আরবি
তুর্কি
ফার্সি
ধর্ম ইসলাম (সুন্নি)
সরকার আমিরাত
আমির
 -  ১১০৪-১১২৮ তুগতেকিন (প্রথম)
 - ১১৪০–১১৫৪ মুজিরউদ্দিন আবাক (শেষ)
ইতিহাস
 - সংস্থাপিত ১১০৪
 - ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে ১১৫৪
মুদ্রা দিনার
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয়

ইতিহাস

তুগতেকিন ছিলেন প্রথম বুরি শাসক।[2] দামেস্কের সেলজুক শাসক দুকাকের অধীনস্থ হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। ১১০৪ খ্রিষ্টাব্দে দুকাকের মৃত্যুর পর তুগতেকিন শহরের ক্ষমতা নিজের হাতে নেন।

তুগতেকিনের পুত্র তাজ আল-মুলুক বুরির নামানুসারে রাজবংশের নামকরণ হয়েছে। বুরিরা আব্বাসীয় খিলাফতের জন্য উপঢৌকন পাঠায় এবং খিলাফতের তরফ থেকে স্বীকৃতি পায়। খিলাফত কর্তৃক আমিরাতের ব্যাপারে হস্তক্ষেপ করা হত না।[1]

১১৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বুরিরা শহর শাসন করেছে। এসময় আলেপ্পোর জেনগি শাসন নুরউদ্দিন জেনগি শহর দখল করেন।[3]

মার্জ‌ আল-সাফফার যুদ্ধে বুরিরা ক্রুসেডারদের কাছে পরাজিত হয়। তবে দ্বিতীয় ক্রুসেডের সময় দামেস্ক রক্ষা করতে সক্ষম হয়েছিল।

দামেস্কের বুরি আমির

শাসনতান্ত্রিক নাম ব্যক্তিগত নাম শাসনকাল
আমির
أمیر
সাইফ-উল-ইসলাম
سیف الاسلام
জহিরউদ্দিন তুগতেকিন
ظاھر الدین طغتکین
১১০৪–১১২৮
আমির
أمیر
তাজ-উল-মুলুক বুরি
تاج الملک بوری
১১২৮–১১৩২
আমির
أمیر
শামসুল মুলক ইসমাইল
شمس الملک اسماعیل
১১৩২–১১৩৫
আমির
أمیر
শিহাবউদ্দিন মাহমুদ
شھاب الدین محمود
১১৩৫–১১৩৯
আমির
أمیر
জামালউদ্দিন মুহাম্মদ
جمال الدین محمد
১১৩৯–১১৪০
আমির
أمیر
মুইনউদ্দিন উনুর
معین الدین أنر
১১৪০–১১৪৯
অভিভাবক
আমির
أمیر
মুজিরউদ্দিন
مجیر الدین
আবু সাইদ আবাক
ابو سعید ابق
১১৪০–১১৫৪
জেনগি রাজবংশ কর্তৃক বুরি রাজবংশ ক্ষমতাচ্যুত।
  • সবুজ অংশ মুইনউদ্দিন উনুরের অভিভাবকত্ব নির্দেশ করে।


আরও দেখুন

  • সুন্নি মুসলিম রাজবংশের তালিকা

তথ্যসূত্র

  1. Burids, R. LeTourneau, The Encyclopedia of Islam, Vol. I, ed. H.A.R.Gibb, J.H.Kramers, E. Levi Provencal and J. Schacht, (Brill, 1986), 1332.
  2. D.S. Richards, The Chronicle of Ibn Al-Athir for the Crusading Period from Al-Kamil Fi'l-ta-Ta'rikh, (Ashgate Publishing Ltd, 2010), 16.
  3. Medieval Islamic Civilization: L-Z, Ed. Josef W. Meri, Jere L. Bacharach, (Taylor & Francis, 2006), 568.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.