২০১০ দক্ষিণ এশীয় গেমসে ক্রিকেট
ক্রিকেট প্রথম ও একমাত্র ২০১০ দক্ষিণ এশীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়। ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখ পর্যন্ত পুরুষ টি-২০ ফরম্যাটে খেলা হয়। প্রতিযোগিতায় ৫টি দল অংশগ্রহণ করে। অঞ্চলের বাকি তিন দল ভারত, ভুটান ও আফগানিস্তান তাদের দল পাঠায় নি।[1]
![]() | |
তারিখ | ৩১ জানুয়ারি – ৭ ফেব্রুয়ারি ২০১০ |
---|---|
ব্যবস্থাপক | দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টি-২০ (অ-২১) |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন এবং প্লে-অফ |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী | ৫ |
খেলার সংখ্যা | ১২ |
সর্বোচ্চ রান | ![]() |
সর্বোচ্চ উইকেট | ![]() ![]() |
অংশগ্রহণ করার যোগ্যতা
২৮ জানুয়ারি ২০১০ পর্যন্ত যাদের বয়স ২১ বছরের কম ছিলো শুধুমাত্র তারাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।[2]
গ্রুপ পর্ব
ফাইনালে উত্তীর্ণ। | |
ব্রোঞ্জপদক প্লে অফের জন্য উত্তীর্ণ |
দল | খেলা | জয় | হার | টাই | পয়েন্ট | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|
![]() | ৪ | ৩ | ১ | ০ | ৬ | +৩.৩৩৮ |
![]() | ৪ | ৪ | ১ | ০ | ৬ | +২.৭৭২ |
![]() | ৪ | ৩ | ১ | ০ | ৬ | +১.৪৯০ |
![]() | ৪ | ১ | ৩ | ০ | ২ | –২.০৫৭ |
![]() | ৪ | ০ | ৪ | ০ | ০ | –৭.১৫৪ |
খেলা
ফাইনাল
ব্রোঞ্জপদক প্লে অফ
৭ ফেব্রুয়ারি স্কোরকার্ড |
ব |
||
প্রদীপ আইরে ৫২* (৪৫) কামরান হোসেন ২/২১ (৪ ওভার) |
রমিজ আলম ৩৩* (২৮) চন্দ্র সাওয়াদ ৩/১৯ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়
ফাইনাল
চূড়ান্ত অবস্থান
অবস্থান | দল | খেলা | জয় | হার | টাই | ফলাফল হয়নি |
---|---|---|---|---|---|---|
![]() |
![]() | ৫ | ৪ | ১ | ০ | ০ |
![]() |
![]() | ৫ | ৩ | ২ | ০ | ০ |
![]() |
![]() | ৫ | ৪ | ১ | ০ | ০ |
৪ | ![]() | ৫ | ১ | ৪ | ০ | ০ |
৫ | ![]() | ৪ | ০ | ৪ | ০ | ০ |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.