শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম
শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম যা পূর্বে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল, বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত। এটি জাতীয় নেতা মোহাম্মদ কামারুজ্জামানের নামে নামকরণ করা হয়।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম | |
![]() শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম | |
পূর্ণ নাম | শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান স্টেডিয়াম |
---|---|
অবস্থান | রাজশাহী, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°২২′৫২.৬৮″ উত্তর ৮৮°৩৫′২৭.৯৮″ পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ[1] |
পরিচালক | জাতীয় ক্রীড়া পরিষদ[1] |
ধারণক্ষমতা | ১৫,০০০ |
মাঠের আয়তন | ১৮৬ মিঃ x ১৩৮ মিঃ |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
নির্মিত | ২০০৪ |
উন্মোচন | ২০০৪ |
ভাড়াটিয়া | |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুরন্ত রাজশাহী | |
ওয়েবসাইট | |
www |
স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৫,০০০ এবং এটি প্রতিষ্ঠা করা হয় ২০০৪ সালে। স্টেডিয়ামটি প্রধানত ক্রিকেটের জন্য ব্যবহৃত হয়।[2]
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
- "Shaheed Kamruzzaman Stadium"। ESPN Cricinfo।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.