শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম

শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ইংরেজি: Sharjah Cricket Association Stadium); (Arabic:لشارقة جمعية ملعب الكريكيت) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ একটি মাঠ। এটি মূলত ১৯৮০ সালের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং অনেক বছর ধরে আরও উন্নত করা হয়।[1] ২০১০ সালে স্থানীয় ক্রিকেট পৃষ্ঠপোষক আব্দুল রহমান বুখাতির আদেশে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ম্যাচ জন্য আফগানিস্তান ক্রিকেট দলের জন্য স্থানীয় মাঠে পরিণত হয়।[2]

শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১৯৯৮ সালের শারজায় অনুষ্ঠিতব্য (ভারত বনাম অস্ট্রেলিয়া) দলের মধ্যে ওয়ানডে ম্যাচের দৃশ্য
স্টেডিয়ামের তথ্যাবলী
অবস্থানশারজাহ, সংযুক্ত আরব আমিরাত
স্থানাঙ্ক২৫°১৯′৫০.৯৬″ উত্তর ৫৫°২৫′১৫.৪৪″ পূর্ব
প্রতিষ্ঠাকাল১৯৮২
ধারন ক্ষমতা২৭,০০০
প্রান্ত
প্যাভিলিয়ন এন্ড
শারজা ক্লাব এন্ড
আন্তর্জাতিক তথ্যাবলী
প্রথম টেস্ট৩১ জানুয়ারী ২০০২: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট৩–৭ নভেম্বর ২০১১: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
প্রথম ওডিআই৬ এপ্রিল ১৯৮৪: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২২ ডিসেম্বর ২০১৩: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
১ম টি২০ আন্তর্জাতিক৩ মার্চ ২০১৩: আফগানিস্তান বনাম স্কটল্যান্ড
শেষ টি২০ আন্তর্জাতিক৮ ডিসেম্বর ২০১৩: আফগানিস্তান বনাম পাকিস্তান
১ জানুয়ারী ২০১৪ অনুযায়ী
উৎস: ক্রিকইনফো: শারজাহ স্টেডিয়াম প্রোফাইল

টেস্ট ম্যাচ

একদিনের আন্তর্জাতিক

১৯৮৪ এবং ২০১৭ সালের মধ্যে শারজার মাটিতে মোট ২৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় । সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ মাঠে। [3] তিন বা চারটি আন্তর্জাতিক দলের সমন্বয়ে বাণিজ্যিকভাবে স্পন্সর একদিন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।[2] সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ এই মাঠটি মধ্য প্রাচ্যের জনপ্রিয় আকর্ষনীয় মাঠ।

বিতর্ক

ম্যাচ ফিক্সিং

শারজা ছিল ক্রিকেট দুর্নীতির জন্য স্যার পল কনডন এর তদন্ত কেন্দ্র।

আরও দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.