শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম
শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ইংরেজি: Sharjah Cricket Association Stadium); (Arabic:لشارقة جمعية ملعب الكريكيت) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ একটি মাঠ। এটি মূলত ১৯৮০ সালের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং অনেক বছর ধরে আরও উন্নত করা হয়।[1] ২০১০ সালে স্থানীয় ক্রিকেট পৃষ্ঠপোষক আব্দুল রহমান বুখাতির আদেশে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ম্যাচ জন্য আফগানিস্তান ক্রিকেট দলের জন্য স্থানীয় মাঠে পরিণত হয়।[2]
১৯৯৮ সালের শারজায় অনুষ্ঠিতব্য (ভারত বনাম অস্ট্রেলিয়া) দলের মধ্যে ওয়ানডে ম্যাচের দৃশ্য | |
স্টেডিয়ামের তথ্যাবলী | |
---|---|
অবস্থান | শারজাহ, সংযুক্ত আরব আমিরাত |
স্থানাঙ্ক | ২৫°১৯′৫০.৯৬″ উত্তর ৫৫°২৫′১৫.৪৪″ পূর্ব |
প্রতিষ্ঠাকাল | ১৯৮২ |
ধারন ক্ষমতা | ২৭,০০০ |
প্রান্ত | |
প্যাভিলিয়ন এন্ড শারজা ক্লাব এন্ড | |
আন্তর্জাতিক তথ্যাবলী | |
প্রথম টেস্ট | ৩১ জানুয়ারী ২০০২: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ |
শেষ টেস্ট | ৩–৭ নভেম্বর ২০১১: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা |
প্রথম ওডিআই | ৬ এপ্রিল ১৯৮৪: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা |
শেষ ওডিআই | ২২ ডিসেম্বর ২০১৩: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা |
১ম টি২০ আন্তর্জাতিক | ৩ মার্চ ২০১৩: আফগানিস্তান বনাম স্কটল্যান্ড |
শেষ টি২০ আন্তর্জাতিক | ৮ ডিসেম্বর ২০১৩: আফগানিস্তান বনাম পাকিস্তান |
১ জানুয়ারী ২০১৪ অনুযায়ী উৎস: ক্রিকইনফো: শারজাহ স্টেডিয়াম প্রোফাইল |
টেস্ট ম্যাচ
একদিনের আন্তর্জাতিক
১৯৮৪ এবং ২০১৭ সালের মধ্যে শারজার মাটিতে মোট ২৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় । সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ মাঠে। [3] তিন বা চারটি আন্তর্জাতিক দলের সমন্বয়ে বাণিজ্যিকভাবে স্পন্সর একদিন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।[2] সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ এই মাঠটি মধ্য প্রাচ্যের জনপ্রিয় আকর্ষনীয় মাঠ।
বিতর্ক
ম্যাচ ফিক্সিং
শারজা ছিল ক্রিকেট দুর্নীতির জন্য স্যার পল কনডন এর তদন্ত কেন্দ্র।
আরও দেখুন
তথ্যসূত্র
- Cricinfo: Sharjah Stadium Profile, Retrieved 23 August 2010.
- Cricinfo: Sharjah named Afghanistan's new home ground, Retrieved 23 August 2010.
- "সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছে যে মাঠগুলোতে"।