লাক্স-চ্যানেল আই সুপারস্টার

লাক্স-চ্যানেল আই সুপারস্টার, বাংলাদেশি চ্যানেল আই টেলিভিশন এর একটি রিয়েলিটি শো। এটি অ্যামেরিকা'স নেক্সট টপ মডেল এর আদলে নির্মিত।[1] বিজয়ী সুপারস্টার পান "বাংলাদেশ ফেস অফ লাক্স" খেতাব, একটি ব্র্যান্ড নিউ গাড়ি, ১০ লাখ টাকা এবং অভিনয়ের সুযোগ। প্রথম রানার-আপ পান ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ পান ৩ লাখ টাকা। পুরস্কার প্রদান করা হয় চ্যানেল আই এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে।[2]

লাক্স-চ্যানেল আই সুপারস্টার
লাক্স-চ্যানেল আই সুপারস্টার
আরও যে নামে পরিচিতলাক্স সুপারস্টারস
ধরণরিয়্যালিটি শো
মৌসুম সংখ্যা
নির্মাণ
নির্বাহী প্রযোজকফরিদুর রেজা সাগর
অবস্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
সম্প্রচার
মূল চ্যানেলচ্যানেল আই
মূল প্রদর্শনী২০০৫ – ২০১৮

প্রক্রিয়া

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা শুরু হয় সাতটি বিভাগে রিজিওনাল অডিশনের মাধ্যমে। রিজিওনাল অডিশনে ইয়েস কার্ডপ্রাপ্তরা মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।[3] এর প্রতিটি পর্ব শুরু হয় ৮-১০টি পর্ব থেকে এবং ২০ জন প্রতিযোগী কে সঙ্গে নিয়ে শুরু হয়। প্রত্যেক প্রতিযোগিকে তাদের সামগ্রিক চেহারায় চ্যালেঞ্জ অংশগ্রহণ , এবং যে সপ্তাহে এর ছবির পাতা থেকে সেরা শট সাপ্তাহিক গণ্য করা হয়; বিরল ক্ষেত্রে কোন বর্জন বিচার প্যানেলের দ্বারা দেওয়া হয় যদিও প্রতি সপ্তাহে একাধিক প্রতিযোগিতা, নির্মূল করা হয়. অনেক বড় ফ্যাশন ব্রান্ডের পরিচ্ছদ বা মেকআপ অংশীদার হিসাবে শো হয়।[4]

উপস্থাপক

বিচারক

বিজয়ী ও রানার-আপদের তালিকা

বছর বিজয়ী প্রথম রানার-আপ দ্বিতীয় রানার-আপ সূত্র.
২০০৫ শানারেই দেবী শানু নাবিলা সোমা [5]
২০০৬ জাকিয়া বারী মম আফসানা আরা বিন্দু আজমেরী হক বাঁধন [6]
২০০৭ বিদ্যা সিনহা সাহা মীম আলভী ফারহানা শাহরিন ফারিয়া [7]
২০০৮ ইসরাত জাহান চৈতি তাজজী দীপা [8]
২০০৯ মেহজাবিন চৌধুরী মৌনিতা খান ইশানা সাদিকা স্বর্ণা [9]
২০১০ মাহবুবা ইসলাম রাখি মৌসুমী হামিদ মেহরীন ইসলাম নিশা [10][11]
২০১২ সামিয়া সাঈদ প্রসূন আজাদ সামিহা হোসেন খান [12][13]
২০১৪ নাদিয়া আফরিন মিম নাজিফা টুসি নীলাঞ্জনা নীলা [14][15]
২০১৮ মিম মানতাসা সারওয়াত আজাদ সামিয়া অথৈ [16]

তথ্যসূত্র

  1. "Lux Channel i Superstar 2014"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪
  2. "শুরু হলো লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০"বাংলানিউজ। জুলাই ২০, ২০১০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  3. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা"দৈনিক কালের কণ্ঠ। ২৫ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  4. "'Lux-Channel i Superstars 2014' to introduce new Lux tonight"দ্য ইন্ডিপেনডেন্ট। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪
  5. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৫"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  6. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬"লাক্স স্টার এন্ড বিউটি। ৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  7. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭"লাক্স স্টার এন্ড বিউটি। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  8. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৮"লাক্স স্টার এন্ড বিউটি। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  9. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  10. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  11. "Lux-Channel i Superstar 2010 announced"ঢাকা মিরর। জানুয়ারি ১১, ২০১১। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  12. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  13. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদ"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ৮, ২০১২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  14. "লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪"লাক্স স্টার এন্ড বিউটি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  15. "লাক্স চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া"দৈনিক প্রথম আলো। নভেম্বর ৮, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  16. "লাক্স সুপারস্টার ২০১৮ এবারই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিম মানতাসা"দৈনিক প্রথম আলো। ১১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.