বাংলাদেশ সামরিক জাদুঘর

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।[1]

বাংলাদেশ সামরিক জাদুঘর
জাদুঘরের প্রধান ভবন ও মাঠ
স্থাপিত১৯৮৭
অবস্থানবিজয় সরণি, ফার্মগেট, ঢাকা
স্থানাঙ্ক২৩.৭৫৯৮১° উত্তর ৯০.৩৯১৩২° পূর্ব / 23.75981; 90.39132
ধরনসামরিক
পরিদর্শক২০০-৩০০ (প্রতিদিন)
তত্ত্বাবধায়কবাংলাদেশ সেনাবাহিনী

ইতিহাস

১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়।[2] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, ক্যানন, এন্টি এয়ারক্রাফ্ট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে।[3]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "বিজয়ের সমরসম্ভার সামরিক জাদুঘরে"সমকাল। ১৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  2. "সামরিক জাদুঘরে মুক্তিযুদ্ধের স্মৃতি"ekushey-tv.com। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  3. "সামরিক জাদুঘর সশস্ত্রবাহিনীর রোমাঞ্চকর ইতিহাস"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.