বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর
মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমানের অনবদ্য ভূমিকাকে স্বীকার করে ও তার স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে ২০০৮ সালের ৩১ মার্চ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর স্থাপিত হয় [1][2]।
অবস্থান
নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক রামনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর অবস্থিত।
ইতিহাস
সাত বীরশ্রেষ্ঠ ও তিন ভাষাশহীদের জন্মস্থানে জাদুঘর ও লাইব্রেরি নির্মাণ প্রকল্পের আওতায় ২০০৮ সালের ৩১ [3] মার্চ উপঅধিনায়ক এ কে খন্দকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন|
বিবরণ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘরে প্রায় ২ হাজার ৮০০টি বই রয়েছে। তবে এই জাদুঘরে বীরশ্রেষ্ঠের ব্যবহার্য কোন স্মৃতি চিহ্ন নেই।
সময়সূচি
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে [4]|
কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা
কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা
- তত্ত্বাবধায়ক এনামুল হক
- গ্রন্থাগারিক আকলিমা আক্তার
তথ্যসূত্র
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "দর্শনীয় স্থান"। http://www.bangladesh.gov.bd/। ২১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "নরসিংদীতে বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের মৃত্যূ বার্ষিকীতে কোন কর্মসূচী পালিত হয়নি"। http://cnanews24.com। সংগ্রহের তারিখ আগস্ট ২১, ২০১৪।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "মতিনগরের বাসিন্দা হতে চায় গ্রামবাসী"। দৈনিক প্রথম আলো। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অগাস্ট ২০১০। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য) - "বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর পূর্ণাঙ্গতা পায়নি ৪ বছরেও"। www.dainikdestiny.com।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.