পুদুচেরির জেলাসমূহের তালিকা
পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এতে চারটি প্রশাসনিক বিভাগ রয়েছে: চারটি জেলা, যেমন। পন্ডিচেরী, মাহে, ইয়ানাম ও কারাইকাল। ১৯৫৪ সালে ফরাসি ভারতের অঞ্চলগুলি ভারতের কাছে স্থানান্তরিত হবার পর পুদুচেরি একটি কেন্দ্রীয় অঞ্চল হিসাবে সংগঠিত হয়। সবকটি জেলা ফরাসি ভারতে সীমানা বজায় রেখেছে।

ভারতের মানচিত্রে পুদুচেরির অঞ্চলসমূহ।
জেলার তালিকা
আইএসও ৩১৬৬-২ কোড[1] | জেলা | সদরদপ্তর | জনসংখ্যা (২০১১)[2] | আয়তন (km²) | ঘনত্ব (/km²)[2] | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
IN-PY-KA | কারাইকাল জেলা | কারাইকাল | ২,০০,৩১৪ | ১৬০ | ১,২৫২ | http://karaikal.gov.in/ |
IN-PY-MA | মাহে জেলা | মাহে | ৪১,৯৩৪ | ৯ | ৪,৬৫৯ | http://mahe.gov.in/ |
IN-PY-PO | পুদুচেরি জেলা | পুদুচেরি | ৯,৪৬,৬০০ | ২৯৩ | ৩,২৩১ | http://py.gov.in/ |
IN-PY-YA | ইয়ানাম জেলা | ইয়ানাম | ৫৫,৬১৬ | ৩০ | ৩,২৭২ | http://yanam.gov.in/ |
তথ্যসূত্র
- "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF) (ইংরেজি ভাষায়)। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ভারত সরকার। ২০০৪-০৮-১৮। পৃষ্ঠা ৫–১০। ২০০৮-০৯-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৪।
- "List of all districts of Paducherry with census data on population, literacy and sex ratio" (ইংরেজি ভাষায়)। ভারতের জনগণনা ২০১১। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.