অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান (ইংরেজি: All India Institute of Medical Sciences বা AIIMS) ভারতের নতুন দিল্লির একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস
অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান
কেন্দ্রীয় লনের পশ্চাতে শিক্ষণ ব্লক
নীতিবাক্যশরীরমাদ্যম খলু ধর্মসাধনম (দেহই ধর্মসাধনার মাধ্যম)
ধরনস্বশাসিত সংস্থা (ভারতীয় সংসদের আইনবলে এই প্রতিষ্ঠান ডিগ্রি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত)
স্থাপিত১৯৫৬
বৃত্তিদানবার্ষিক ৪৫০,০০,০০,০০০ টাকা প্রায়
সভাপতিভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
ডিনড. রানি কুমার
পরিচালকড. আর. সি. ডেকা
শিক্ষায়তনিক কর্মকর্তা
৫৫০
স্নাতকপ্রতি বছর ৭৭ (এমবিবিএস)
ঠিকানা
দিল্লি কেন্দ্র - অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, আনসারি নগর, নতুন দিল্লি ১১০০২৯, ভারত
ভোপাল কেন্দ্র - অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, সকেত নগর, ভোপাল ৪৬২০০১, ভারত (২০১১ সালে চালু হবে)
,
নতুন দিল্লি,
ভোপাল (নির্মীয়মান)
,
ওয়েবসাইটwww.aiims.edu

এটি দেশের সর্বাধিক প্রসিদ্ধ মেডিক্যাল কলেজগুলির অন্যতম India [1][1][2] এবং সর্বাধিক সংখ্যক রোগীর নিকট স্বল্পখরচের চিকিৎসা পৌঁছে দেবার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন।[3] সকল শাখায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে উন্নত মেডিক্যাল শিক্ষাব্যবস্থা তথা ভারতে সর্বোৎকৃষ্ট শ্রেণীর মেডিক্যাল শিক্ষার প্রচলন; স্বাস্থ্যব্যবস্থার সকল ক্ষেত্রের সেরা শিক্ষকদের একত্রিত করে একটি স্বনির্ভর মেডিক্যাল শিক্ষাব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে ভারতীয় সংসদের একটি বিশেষ আইনবলে এই সংস্থা স্থাপিত হয়।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এই প্রতিষ্ঠানটি স্থাপন করতে চাইলে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সে প্রস্তাবের বিরোধিতা করেন।[4] অতঃপর নিউ জিল্যান্ড সরকারের সহায়তায় দক্ষিণ দিল্লির আনসারি নগরে গড়ে ওঠে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কৌরের মস্তিস্কপ্রসূত এই প্রতিষ্ঠানটি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "India Today June 2000 issue - Cover Article"। ২২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০০৯
  2. India Today magazine, June 2006 issue
  3. Newsweek International Edition : An Oasis for India's Poorest
  4. Twin-IIT offer leaves Bengal cold, The Telegraph, September 2, 2005

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.