ভারতে হিন্দুধর্ম
হিন্দুধর্ম ভারতীয় প্রজাতন্ত্রের সর্বাধিক প্রচলিত ধর্মবিশ্বাস। ভারতের জনসংখ্যার ৮০.৫ শতাংশই হিন্দু।[2] ভারতীয় হিন্দুদের অধিকাংশই আবার বৈষ্ণব ও শৈব শাখাসম্প্রদায়ভুক্ত।[3]
![]() ![]() ![]() ![]() রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নন্দন নিলেকানি, সুনীল মিত্তাল, ঐশ্বর্যা রাই হৃতিক রোশন, মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন | |
মোট জনসংখ্যা | |
---|---|
৮২৭,৫৭৮,৮৬৮ (২০০১)[1] ভারতীয় জনসংখ্যার ৮০.৫% | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চলসমূহ | |
জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, উত্তর-পূর্ব ও পাঞ্জাব বাদে সকল রাজ্যে সংখ্যাগরিষ্ঠ | |
ভাষা | |
হিন্দি • ভারতীয় ইংরেজি • বাংলা • অন্যান্য ভারতীয় ভাষা |
খ্রিষ্টপূর্ব ২০০০ থেকে ১৫০০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে বৈদিক সংস্কৃতির আবির্ভাব ঘটে।[4] এরপরই বৈদিক ধর্মের উত্তরাধিকার সূত্রে উদ্ভব ঘটে হিন্দুধর্মের।[5] ভারতের ইতিহাস, সংস্কৃতি ও দর্শনে এই ধর্মের প্রভাব অপরিসীম।[6] এমনকি ভারত নামটির উৎসও হিন্দু পৌরাণিক রাজা ভরতের নাম। ইংরেজি ভাষায় ইন্ডিয়া কথাটি এসেছে সিন্ধু নদের গ্রিক নাম ইন্দাস কথাটি থেকে; আবার মূল গ্রিক শব্দটির উৎস পারসিক হিন্দু শব্দটি, যেটি সংস্কৃত সিন্ধু শব্দের অপভ্রংশ।[7] ভারতের একটি জনপ্রিয় বিকল্প নাম হল হিন্দুস্তান বা হিন্দুস্থান; যার অর্থ হিন্দুদের দেশ।[8]
জনপরিসংখ্যান
২০০১ সালের জনগণনা অনুযায়ী ভারতে হিন্দু জনসংখ্যা নিম্নরূপ:[9]
অঞ্চল | হিন্দু জনসংখ্যা | মোট জনসংখ্যা | হিন্দু জনসংখ্যার শতকরা হার |
ইন্ডিয়া | ৯৬৬,৩৭৮,৮৬৮ | ১,২১০,৯১০,৩২৮ | ৭৯.৮% |
ছত্রিশগড় | ১৯,৭২৯,৬৭০ | ২০,৮৩৩,৮০৩ | ৯৮.৩০% |
হিমাচল প্রদেশ | ৫,৮০০,২২২ | ৬,০৭৭,৯০০ | ৯৬.৪৩% |
উড়িষ্যা | ৩৪,৭২৬,১২৯ | ৩৬,৮০৪,৬৬০ | ৯৫.৩৫% |
দাদরা ও নগর হাভেলী | ২০৬,২০৩ | ২২০,৪৯০ | ৯৫.৫২% |
মধ্য প্রদেশ | ৫৫,০০৪,৬৭৫ | ৬০,৩৪৮,০২৩ | ৯৩.১৫% |
দমন ও দিউ | ১৪১,৯০১ | ১৫৮,২০৪ | ৯০.৬৯% |
গুজরাট | ৪৫,১৪৩,০৭৪ | ৫০,৬৭১,০১৭ | ৯০.০৯% |
অন্ধ্র প্রদেশ | ৬৭,৮৩৬,৬৫১ | ৭৬,২১০,০০৭ | |
রাজস্থান | 50,151,452 | 56,507,188 | 88.75% |
হরিয়ানা | 18,655,925 | 21,144,564 | 88.23% |
তামিলনাডু | 54,985,079 | 62,405,679 | 88.11% |
পুদুচেরি | ৮৪৫,৪৪৯ | ৯৭৪,৩৪৫ | ৮৬.৭৭% |
ত্রিপুরা | 2,739,310 | 3,199,203 | 85.62% |
উত্তরাখন্ড | 7,212,260 | 8,489,349 | 84.96% |
কর্নাটক | 44,321,279 | 52,850,562 | 83.86% |
বিহার | 69,076,919 | 82,998,509 | 83.23% |
দিল্লী | 11,358,049 | 13,850,507 | 82.00% |
উত্তরপ্রদেশ | 133,979,263 | 166,197,921 | 80.61% |
মহারাষ্ট্র | 77,859,385 | 96,878,627 | 80.37% |
চন্ডীগড় | 707,978 | 900,635 | 78.61% |
পশ্চিমবঙ্গ | 58,104,835 | 80,176,197 | 72.47% |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | 246,589 | 356,152 | 69.24% |
ঝাড়খণ্ড | ১৮,৪৭৫,৬৮১ | ২৬,৯৪৫,৮২৯ | ৬৮.৫৭% |
গোয়া | 886,551 | 1,347,668 | 65.78% |
অসম | 17,296,455 | 26,655,528 | 64.89% |
সিকিম | 329,548 | 540,851 | 60.93% |
কেরল | 17,883,449 | 31,841,374 | 56.16% |
মনিপুর | 996,894 | 2,166,788 | 46.01% |
পাজ্ঞাব | 8,997,942 | 24,358,999 | 36.94% |
অরুনাচল প্রদেশ | 379,935 | 1,097,968 | 34.60% |
জম্বু ও কাশ্মীর | 3,005,349 | 10,143,700 | 29.63% |
মেঘালয় | 307,822 | 2,318,822 | 13.27% |
নাগাল্যান্ড | 153,162 | 1,990,036 | 7.70% |
লাক্ষাদ্বীপ | 2,221 | 60,650 | 3.66% |
মিজোরাম | 31,562 | 888,573 | 3.55% |
তথ্যসূত্র
- India Census 2001
- Adherents.com Hinduism
- N. Siegel, Paul। The meek and the militant: religion and power across the world। Zed Books, 1987। আইএসবিএন 0862323495, 9780862323493
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - Hoiberg, Dale। Students' Britannica India। Popular Prakashan, 2000। আইএসবিএন 0852297602, 9780852297605
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - Gupta, Om। Encyclopaedia of India, Pakistan and Bangladesh। Gyan Publishing House, 2006। আইএসবিএন 8182053897, 9788182053892
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - "India", Oxford English Dictionary, second edition, 2100a.d. Oxford University Press.
- Thompson Platts, John। A dictionary of Urdū, classical Hindī, and English। W.H. Allen & Co., Oxford University 1884।
- Indian Census