69 (যৌনাসন)

69 (ফরাসি নাম soixante-neuf (69)) এটি এমন এক যৌন-আসন যেখানে নারী ও পুরুষ উভয়ই এমন ভাবে পরস্পরে শরীরকে স্থাপন করে যাতে করে উভয়ই উভয়ের যৌন-অঙ্গ মুখে নিয়ে চুষতে পারে।[1][2][3] অংশগ্রহণকারীরা ইংরেজি 69 এর মত করে পরস্পরের শরীরকে স্থাপন করে, তাই আসনটির এই নামকরণ করা হয়।[4] এই অবস্থান নারী সমকামীদের মাঝেও খুবই জনপ্রিয়।

69 (উনসত্তুর) যৌনাসনে নারীপুরুষের যৌনক্রিয়া

পদ্ধতি

পরস্পরের লিঙ্গ বা যোনিকে মুখের কাছাকাছি নিয়ে এই যৌনকর্মটি করা হয়।

তথ্যসূত্র

  1. Rojiere, Jean (২০০১)। The Little Book of Sex। Ulysses Press। আইএসবিএন 1-56975-305-9।
  2. Julie Coleman, "Love, sex, and marriage: a historical thesaurus", Rodopi, 1999, আইএসবিএন ৯০-৪২০-০৪৩৩-৯, p.214
  3. Aggrawal, Anil (২০০৯)। Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices। Boca Raton: CRC Press। পৃষ্ঠা 380। আইএসবিএন 1-4200-4308-0।
  4. René James Hérail, Edwin A. Lovatt, "Dictionary of Modern Colloquial French", Routledge, 1990, আইএসবিএন ০-৪১৫-০৫৮৯৩-৭, p.484
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.