স্তন সঙ্গম
স্তন সঙ্গম হচ্ছে এমন একটি অভেদী যৌনক্রিয়া যেখানে নারী তার দুই স্তনের মাঝে শিশ্নকে চালনা করে যৌনকর্ম সম্পন্ন করে।[1]

স্তন-সঙ্গমের একটি চিত্র
চর্চা
স্তন সঙ্গমে পুরুষ তার শিশ্ন-কে নারীর দুই স্তনের মাঝে রাখে, তারপর যখন স্তনদ্বয়-কে শিশ্নের পাশে নারী চেপে ধরে, পুরুষ তার শিশ্নটিকে স্তনের মাঝে ডলতে শুরু করে। স্তন চেপে ধরার কারণে শিশ্নে উত্তেজনার সৃষ্টি হয়। আর, নারী যখন তার স্তনদ্বয়-কে শিশ্নের সাথে লাগিয়ে উপর-নিচ করে ডলতে আরম্ভ করে, তখন আরও প্রচণ্ড যৌন-উত্তেজনার সৃষ্টি হয়। একসময় কাম-উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌছায় যে, পুরুষটির শিশ্ন থেকে বীর্য স্খলন হয়ে যায়। এটি একটি অভেদী-যৌনক্রিয়া এবং এতে কোন প্রকার গর্ভধারণের সম্ভাবনা নেই। এতে কোন যৌন-রোগেরও সম্ভাবনা নেই।
তথ্যসূত্র
- Alex Comfort, The Joy of Sex (1972) p. 67-9
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.