২০১৩ বিশ্ব সাঁতার প্রতিযোগিতা

১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ বা ২০১৩ বিশ্ব সাঁতার প্রতিযোগিতা (কাতালান: Campionat Mundial de Natació de 2013, স্পেনীয়: Campeonato Mundial de Natación de 2013) স্পেনের বার্সেলোনার কাতালোনিয়ায় ২০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।[1][2] ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপের জলক্রীড়ার ৬টি বিভাগ - সাঁতার, ডাইভিং, হাই ডাইভিং, উন্মুক্ত সাঁতার, সিনক্রোনাইজড সুইমিং এবং ওয়াটার পোলো অন্তর্ভুক্ত ছিল।

১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ
স্বাগতিক শহরবার্সেলোনা, কাতালোনিয়া, স্পেন
তারিখ(সমূহ)২০ জুলাই - ৪ আগস্ট
মাঠ(সমূহ)পালাও সান্ত জর্দি
অংশগ্রহণকারী দেশ১৮১
প্রতিযোগী সংখ্যা২২৯৩
২০১১ সাংহাই
২০১৫ কাজান
২০১৩ ফিনা
বিশ্ব চ্যাম্পিয়নশীপ
বার্সেলোনা, স্পেন
ডাইভিং
ব্যক্তিগত
১ মি পুরুষ মহিলা
৩ মি পুরুষ মহিলা
১০ মি পুরুষ মহিলা
সিনক্রোনাইজড
৩ মি পুরুষ মহিলা
১০ মি পুরুষ মহিলা
হাই ডাইভিং
  • পুরুষ
  • মহিলা
উন্মুক্ত সাঁতার
৫ কি.মি. পুরুষ মহিলা
১০ কি.মি. পুরুষ মহিলা
২৫ কি.মি. পুরুষ মহিলা
দল দলগত
সুইমিং
ফ্রিস্টাইল
৫০ মি পুরুষ মহিলা
১০০ মি পুরুষ মহিলা
২০০ মি পুরুষ মহিলা
৪০০ মি পুরুষ মহিলা
৮০০ মি পুরুষ মহিলা
১৫০০ মি পুরুষ মহিলা
ব্যাকস্ট্রোক
৫০ মি পুরুষ মহিলা
১০০ মি পুরুষ মহিলা
২০০ মি পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
৫০ মি পুরুষ মহিলা
১০০ মি পুরুষ মহিলা
২০০ মি পুরুষ মহিলা
বাটারফ্লাই
৫০ মি পুরুষ মহিলা
১০০ মি পুরুষ মহিলা
২০০ মি পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০ মি পুরুষ মহিলা
৪০০ মি পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
×১০০ মি পুরুষ মহিলা
×২০০ মি পুরুষ মহিলা
মেডলি রিলে
×১০০ মি পুরুষ মহিলা
সিনক্রোনাইজড সুইমিং
একক শৈল্পিক মুক্ত
দ্বৈত শৈল্পিক মুক্ত
দল শৈল্পিক মুক্ত
সম্মিলিত
ওয়াটার পোলো
  • পুরুষ
  • মহিলা

প্রকৃতপক্ষে জুলাই, ২০০৯ সালে ফিনা কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরকে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের স্বাগতিক শহর নির্ধারণ করেছিল। কিন্তু মার্চ, ২০১০ সালে দুবাই স্বাগতিক শহরের মর্যাদা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।[3] ফিনা পুণরায় দরপত্র আহ্বান করে। তারপর ২৬ সেপ্টেম্বর, ২০১০ তারিখে বার্সেলোনাকে স্বাগতিকের মর্যাদা প্রদান করে।[4][5]

মাঠসমূহ

নিম্নবর্ণিত মাঠসমূহ ২০১৩ সালের বিশ্ব সাঁতার প্রতিযোগিতার জন্য ক্রীড়া বিষয়সমূহ অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়:[6]

  • পালাউ সান্ত জর্দি (সুইমিং, সিনক্রোনাইজড সুইমিং)
  • পোর্ট ভেল (উন্মুক্ত সাঁতার, হাই ডাইভিং)
  • পিসিনা মিউনিসিপ্যাল ডি মন্তজুইক (ডাইভিং)
  • পিসিনেস বারনাত পিকোর্নেল (ওয়াটার পোলো)

সময়সূচী

প্রথমবারের মতো বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় হাই ডাইভিং ক্রীড়াবিষয় অন্তর্ভুক্ত করা হয়।[7]

উদ্বোধনী অনুষ্ঠান ১৯ জুলাই, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়।[8]

   চূড়ান্ত খেলার সংখ্যা
  অন্যান্য প্রতিযোগিতাসমূহ
জুলাই-আগস্ট ২০১৩ ২০
শনি
২১
রবি
২২
সোম
২৩
মঙ্গল
২৪
বুধ
২৫
বৃহঃ
২৬
শুক্র
২৭
শনি
২৮
রবি
২৯
সোম
৩০
মঙ্গল
৩১
বুধ

বৃহঃ

শুক্র

শনি

রবি
স্বর্ণ
পদক
ডাইভিং ১০
হাই ডাইভিং
উন্মুক্ত সাঁতার
সাঁতার 5 ৪০
সিনক্রোনাইজ সাঁতার
ওয়াটার পোলো
সর্বমোট স্বর্ণপদক৬৮
সর্বমোট অগ্রসরমান১০১৩১৪১৭১৯২৩২৮৩২৩৮৪৩৪৮৫৪৬০৬৮

পদক তালিকা

  *   স্বাগতিক দেশ

 মার্কিন যুক্তরাষ্ট্র১৫১০৩৪
 চীন১৪২৬
 রাশিয়া১৯
 ফ্রান্স
 হাঙ্গেরি
 অস্ট্রেলিয়া১১১৪
 জার্মানি১০
 ব্রাজিল১০
 দক্ষিণ আফ্রিকা
১০ স্পেন*১২
১১ ইতালি
১২ ডেনমার্ক
১৩ জাপান
১৪ গ্রিস
টেমপ্লেট:দেশের উপাত্ত LIT
 সুইডেন
১৭ নেদারল্যান্ডস
১৮ তিউনিসিয়া
১৯ কলম্বিয়া
২০ কানাডা
২১ পোল্যান্ড
২২ ইউক্রেন
২৩ যুক্তরাজ্য
২৪ বেলজিয়াম
 মন্টিনিগ্রো
২৬ মেক্সিকো
২৭ নিউজিল্যান্ড
২৮ ক্রোয়েশিয়া
 ফিনল্যান্ড
 মালয়েশিয়া
 ত্রিনিদাদ ও টোবাগো
সর্বমোট৬৮৬৯৬৭২০৪

অংশগ্রহণকারী দেশ

এবারের প্রতিযোগিতায় ১৮১ দেশের প্রতিযোগীগণ অংশগ্রহণ করেন।[9][10][11][12] ইকুয়েডর বর্তমানে ফিনা কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তাই, ফিনা পতাকা নিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছে।[13]

  •  আলবেনিয়া (৪)
  •  আলজেরিয়া (২)
  •  আমেরিকান সামোয়া (১)
  •  অ্যান্ডোরা (৩)
  •  অ্যাঙ্গোলা (৪)
  •  অ্যান্টিগুয়া ও বার্বুডা (৩)
  •  আর্জেন্টিনা (১০)
  •  আর্মেনিয়া (৫)
  •  আরুবা (৫)
  •  অস্ট্রেলিয়া (৮৩)
  •  অস্ট্রিয়া (৭)
  •  আজারবাইজান (৬)
  •  বাহামা দ্বীপপুঞ্জ (৪)
  •  বাহরাইন (৪)
  •  বাংলাদেশ (৩)
  •  বার্বাডোস (২)
  •  বেলারুশ (২২)
  •  বেলজিয়াম (১১)
  •  বেনিন (৩)
  •  বারমুডা (২)
  •  বলিভিয়া (৫)
  •  বসনিয়া ও হার্জেগোভিনা (২)
  •  বতসোয়ানা (৩)
  •  ব্রাজিল (৫৩)
  •  ব্রুনাই (৪)
  •  বুলগেরিয়া (৭)
  •  বুর্কিনা ফাসো (৩)
  •  বুরুন্ডি (৩)
  •  কম্বোডিয়া (৩)
  •  কানাডা (৮৫)
  •  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (৩)
  •  চিলি (৪)
  •  চীন (১০৫)
  •  চীনা তাইপেই (৫)
  •  কলম্বিয়া (১৫)
  •  কোমোরোস (২)
  •  কঙ্গো প্রজাতন্ত্র (২)
  •  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (৪)
  •  কুক দ্বীপপুঞ্জ (১)
  •  কোস্টা রিকা (১৮)
  •  ক্রোয়েশিয়া (২১)
  •  কিউবা (১৬)
  •  সাইপ্রাস (৩)
  •  চেক প্রজাতন্ত্র (২১)
  •  ডেনমার্ক (৪)
  •  জিবুতি (৩)
  •  ডোমিনিকান প্রজাতন্ত্র (৬)
  •  মিশর (২৫)
  •  এল সালভাদোর (৪)
  •  এস্তোনিয়া (৩)
  •  ইথিওপিয়া (৩)
  •  ফ্যারো দ্বীপপুঞ্জ (৪)
  •  মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য (৩)
  •  ফিজি (৪)
  •  ইকুয়েডর (৯)
  •  ফিনল্যান্ড (১৩)
  •  ফ্রান্স (৫০)
  •  গাম্বিয়া (১)
  •  জর্জিয়া (৪)
  •  জার্মানি (৬১)
  •  ঘানা (৩)
  •  গ্রেট ব্রিটেন (৭২)
  •  গ্রিস (৫০)
  •  গ্রেনাডা (৩)
  •  গুয়াম (৩)
  •  গুয়াতেমালা (৫)
  •  গিনি (৩)
  •  গায়ানা (৩)
  •  হন্ডুরাস (৪)
  •  হংকং (১৭)
  •  হাঙ্গেরি (৪৭)
  •  আইসল্যান্ড (৪)
  •  ভারত (৫)
  •  ইন্দোনেশিয়া (১৫)
  •  ইরান (২)
  •  ইরাক (২)
  •  আয়ারল্যান্ড (৪)
  •  ইসরায়েল (১০)
  •  ইতালি (১০৩)
  •  কোত দিভোয়ার (৩)
  •  জ্যামাইকা (৩)
  •  জাপান (৫১)
  •  জর্দান (৩)
  •  কাজাখস্তান (৪৭)
  •  কেনিয়া (৩)
  •  উত্তর কোরিয়া (১৫)
  •  দক্ষিণ কোরিয়া (২৯)
  •  কুয়েত (৪)
  •  কির্গিজস্তান (৪)
  •  লাওস (৩)
  •  লাতভিয়া (৪)
  •  লেবানন (৩)
  •  লেসোথো (১)
  •  লিবিয়া (২)
  •  লিশটেনস্টাইন (২)
  •  লিথুয়ানিয়া (১১)
  •  লুক্সেমবুর্গ (৫)
  •  মাকাও (২১)
  •  উত্তর মেসিডোনিয়া (৩)
  •  মাদাগাস্কার (৪)
  •  মালয়েশিয়া (১৫)
  •  মালদ্বীপ (৩)
  •  মালি (৩)
  •  মাল্টা (২)
  •  মার্শাল দ্বীপপুঞ্জ (৩)
  •  মরিশাস (৩)
  •  মেক্সিকো (৪৭)
  •  মলদোভা (৩)
  •  মোনাকো (১)
  •  মঙ্গোলিয়া (৪)
  •  মন্টিনিগ্রো (১৩)
  •  মরক্কো (৪)
  •  মোজাম্বিক (২)
  •  মিয়ানমার (৩)
  •  নামিবিয়া (৩)
  •  নেপাল (৪)
  •  নেদারল্যান্ডস (৩৯)
  •  নেদারল্যান্ডস এন্টিলস (৩)
  •  নিউজিল্যান্ড (৫২)
  •  নিকারাগুয়া (৩)
  •  নাইজার (৬)
  •  নাইজেরিয়া (৩)
  •  উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (৪)
  •  নরওয়ে (৮)
  •  পাকিস্তান (৪)
  •  পালাউ (৩)
  •  ফিলিস্তিন (৪)
  •  পানামা (৩)
  •  পাপুয়া নিউগিনি (৩)
  •  প্যারাগুয়ে (৪)
  •  পেরু (৪)
  •  ফিলিপাইন (৩)
  •  পোল্যান্ড (২০)
  •  পর্তুগাল (৯)
  •  পুয়ের্তো রিকো (৪)
  •  কাতার (৬)
  •  রোমানিয়া (১৯)
  •  রাশিয়া (৮২)
  •  রুয়ান্ডা (৪)
  •  সেন্ট লুসিয়া (৫)
  •  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ (৩)
  •  সামোয়া (৩)
  •  সেনেগাল (৩)
  •  সার্বিয়া (২৪)
  •  সেশেল (৩)
  •  সিয়েরা লিওন (২)
  •  সিঙ্গাপুর (২০)
  •  স্লোভাকিয়া (৯)
  •  স্লোভেনিয়া (১৪)
  •  সোমালিয়া (১)
  •  দক্ষিণ আফ্রিকা (৫৮)
  •  স্পেন (৬৯)
  •  শ্রীলঙ্কা (৪)
  •  সুদান (৫)
  •  সুরিনাম (৪)
  •  সুইডেন (১৬)
  •  সুইজারল্যান্ড (১৬)
  •  সিরিয়া (৪)
  •  তাহিতি (২)
  •  তাজিকিস্তান (৩)
  •  তানজানিয়া (৩)
  •  থাইল্যান্ড (১৫)
  •  টোগো (৩)
  •  টোঙ্গা (৩)
  •  ত্রিনিদাদ ও টোবাগো (৩)
  •  তিউনিসিয়া (৭)
  •  তুরস্ক (২১)
  •  তুর্কমেনিস্তান (৪)
  •  উগান্ডা (৩)
  •  ইউক্রেন (৩৮)
  •  সংযুক্ত আরব আমিরাত (২)
  •  মার্কিন যুক্তরাষ্ট্র (১১৫)
  •  ভার্জিন দ্বীপপুঞ্জ (২)
  •  উরুগুয়ে (৪)
  •  উজবেকিস্তান (২১)
  •  ভেনেজুয়েলা (২৩)
  •  ভিয়েতনাম (৩)
  •  ইয়েমেন (২)
  •  জাম্বিয়া (৩)
  •  জিম্বাবুয়ে (৩)

বিশ্বরেকর্ড

নিম্নবর্ণিত বিশ্বরেকর্ডসমূহ প্রতিযোগিতা চলাকালীন সময়ে সৃষ্ট হয়:

তারিখবিষয়রাউন্ডসময়খেলোয়াড়ের নামদেশ
২৯ জুলাই, ২০১৩মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকসেমি-ফাইনাল১:০৪.৩৫রুটা মেইলুটাইট লিথুয়ানিয়া
৩০ জুলাই, ২০১৩মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলফাইনাল১৫:৩৬.৫৩কেটি লেডেকি মার্কিন যুক্তরাষ্ট্র
১ আগস্ট, ২০১৩মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকসেমি-ফাইনাল২:১৯.১১রিকি মোলার পেডারসেন ডেনমার্ক
৩ আগস্ট, ২০১৩মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকহিট২৯.৭৮ইউলিয়া এফিমোভা রাশিয়া
৩ আগস্ট, ২০১৩মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকসেমি-ফাইনাল২৯.৪৮রুটা মেইলুটাইটটেমপ্লেট:দেশের উপাত্ত LIT
৩ আগস্ট, ২০১৩মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলফাইনাল৮:১৩.৮৬কেটি লেডেকি মার্কিন যুক্তরাষ্ট্র

তথ্যসূত্র

  1. (স্পেনীয়) El Mundial 2013 ya tiene nombre... ¡BARCELONA! (trans: 2013 Worlds has a name: Barcelona!); posted by the Real Federación Española de Natación (RFEN) on 2010-09-26; retrieved 2010-09-27.
  2. Fina select Barcelona to host 2013 World Swimming Championships
  3. FINA Press Release 2010–27: Update on 2010 & 2013 FINA World Championships in Dubai (UAE) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুন ২০১১ তারিখে, published by FINA on 2010-05-15; retrieved 2010-06-22.
  4. (কাতালান) Barcelona organitzarà el Mundial de natació del 2013
  5. (কাতালান) Barcelona, seu del mundial de natació del 2013
  6. Barcelona officially confirmed as host of the 2013 World Aquatics Championships
  7. "Venues"। Fina.org। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  8. "Buy your tickets"। BCN2013। ২০১৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  9. "Swimming Teams"। Bcn2013.com। ২০১৩-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  10. "Diving Teams"। Bcn2013.com। ২০১৩-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  11. "Open Water Teams"। Bcn2013.com। ২০১৩-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  12. "Water Polo Teams"। Bcn2013.com। ২০১৩-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮
  13. "FINA independent athletes"। Bcn2013.com। ২০১৩-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮

বহিঃসংযোগ

পূর্বসূরী
২০১১ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ
সাংহাই, চীন
২০১৩ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ
বার্সেলোনা, স্পেন
উত্তরসূরী
২০১৫ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ
কাজান, রাশিয়া
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.