কাতালোনিয়া

কাতালোনিয়া (ইংরেজি: /kætəˈlniə/, /kætəˈlnjə/; কাতালান: Catalunya [kətəˈɫuɲə] or [kataˈluɲa]; স্পেনীয়: Cataluña [kataˈluɲa]; অক্সিতঁ: Catalonha [kataˈluɲɔ]) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের বিত্তশালী একটি অঞ্চল। স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। স্বাধীনতা ঘোষণার পূর্বে এটি স্পেনের একটি স্বায়ত্বশাসিত অঙ্গরাজ্য ছিলো।

কাতালোনিয়া
স্বায়ত্বশাসিত সম্প্রদায়

পতাকা

প্রতীক
সঙ্গীত: এলস সেগাদরস  (কাতালান)
"শস্যচ্ছেদক"
স্পেনে কাতালোনিয়ার অবস্থান (লাল)
 কাতালোনিয়া-এর অবস্থান (গাঢ় সবুজ)

 ইউরোপে (সবুজ & গাঢ় ধূসর)
 স্পেন-এ (সবুজ)

স্থানাঙ্ক: ৪১°৪৯′ উত্তর ১°২৮′ পূর্ব
দেশস্পেন
গঠন৯৮৮ (কাতালান কাউন্টি)
১১৩৭ (ইউনিয়ন অ্যারাগান সাথে)
১২৮৩ (কাতালান সংবিধান)
১৫১৬ (চার্লস V অধীনে কাস্টাইলের সাথে রাজবংশীয় ইউনিয়ন)
১৭১৬ (Nueva Planta decrees কাতালান বিধান বিলুপ্ত)
স্বায়ত্তশাসনের বিধি৯ই সেপ্টেম্বর ১৯৩২
১৮ই সেপ্টেম্বর ১৯৭৯
৯ই আগস্ট, ২০০৬ (বর্তমান সংস্করণ)
রাজধানী
এবং বৃহত্তম শহর
বার্সেলোনা
৪১°২৩′ উত্তর ২°১১′ পূর্ব
প্রদেশসমূহবার্সেলোনা, গিরোনা, লেইদা, তারাগোনা
সরকার
  ধরনসাংবিধানিক রাজতন্ত্রের অধীনে সরকার পরিচালিত
  শাসককাতালোনিয়ার জেনেরালাইটাট
  আইন-সভাসংসদ
  ডেপুটি কংগ্রেস৪৭ ডেপুটি (৩৫০ জনের মধ্যে)
  ব্যবস্থাপক সভা১৬ সেনেটর (২৬৪ জনের মধ্যে)
আয়তন
  মোট৩২১০৮ কিমি (১২৩৯৭ বর্গমাইল)
এলাকার ক্রম৬ষ্ঠ স্পেনে
জনসংখ্যা (২০১৬)
  মোট৭৫,২২,৫৯৬[1]
  ক্রম২য় স্পেনে (১৬%)
  জনঘনত্ব২৩৪/কিমি (৬১০/বর্গমাইল)
বিশেষণকাতালান বা কাতালানিয়ান
català, -ana (ca)
catalán, -ana (es)
catalan, -a (oc)
জিডিপি (নামমাত্র; ২০১২)[2]
  মোট$২৫৫.২০৪ বিলিয়ন
  মাথাপিছু$৩৩,৫৮০
জিপিডি (পিপিপি; ২০১২)[2]
  মোট$৩৩৬.১৬২ বিলিয়ন
  মাথাপিছু$৪৩,৮৩৭ area_footnotes =[3]
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+২)
এলাকা কোড+৩৪ ৯৩ (বার্সেলোনা এলাকা)
+৩৪ ৯৭ (কাতালোনিয়ার বাকি অংশ)
আইএসও ৩১৬৬ কোডES-CT
অফিসিয়াল ভাষাকাতালান, অক্সিতঁ (আরানেস),[lower-alpha 1] স্পেনীয়,[lower-alpha 2]
কাতালান সাংকেতিক ভাষা (এছাড়াও স্বীকৃত)
প্যাট্রন সেন্ট​সসেন্ট জর্জ (সেন্ট জর্ডি), মন্টসেরাটের ভিরজিন
ইন্টারনেট টিএলডি.cat
ওয়েবসাইটgencat.cat

অবকাঠামো

এটি চারটি প্রদেশ নিয়ে গঠিত বার্সেলোনা, গিরোনা, লেইদা এবং তারাগোনা। এর রাজধানী এবং সর্ববৃহত্‍ শহর বার্সেলোনা, যা মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর। কাতালোনিয়ার আয়তন ৩২,১১৪ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা ৭,৫৩৫,২৫১।

ইতিহাস

কাতালোনিয়া অঞ্চলের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরোনো। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। এই অঞ্চলের ছিলো নিজস্ব ভাষা, সংস্কৃতি, পার্লামেন্ট, জাতীয় পতাকা ও সংগীত। কাতালোনিয়ায় নিজস্ব পুলিশ বাহিনী আছে।[6] স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায়। স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটির রাজধানী বার্সেলোনা। বার্সেলোনা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় শহরগুলোর একটি, ফুটবল এবং একই সাথে পর্যটনের কারণে। [7]

স্বাধীনতার ঘোষনা

২০১৭ সালের ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া।

স্পেনের কেন্দ্রীয় সরকারের বাধা উপেক্ষা করে গত ১ অক্টোবর ২০১৭, গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। এটি অনুমোদন করে কাতালোনিয়ার পার্লামেন্ট। স্পেনের সাংবিধানিক আদালত এই পার্লামেন্টকে বরখাস্ত করেছিল। তবে, স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এসেছে।

ভোট দেওয়ার জন্য কাতালোনিয়ার অধিবাসীরা ভোটকেন্দ্রে যাওয়া চেষ্টা করলে তাতে বাধা দিয়েছিল স্পেনের জাতীয় পুলিশ বাহিনী। কাতালান কর্তৃপক্ষের দাবি, গণভোটে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৯০ শতাংশের কিছু কম মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। যদিও মোট জনসংখ্যার মাত্র ৪৩ শতাংশ গণভোটে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর ২০১৭ কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করেছে। পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ১০ টি। [8]

তথ্যসূত্র

  1. "IIdescat. Statistical Yearbook of Catalonia. Population density. Counties and Aran, areas and provinces"www.idescat.cat। সংগ্রহের তারিখ 05-11-2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. জাতীয় পরিসংখ্যান অফিস (স্পেনের জিডিপি এবং জিআরপি), জাতীয় পরিসংখ্যান অফিস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে। স্প্যানিশ স্বশাসিত সম্প্রদায় এবং প্রদেশের জিপিডি পরিসংখ্যান ২০০৮-২০১২।
  3. "Indicadors geogràfics. Superfície, densitat i entitats de població: Catalunya"Statistical Institute of Catalonia। সংগ্রহের তারিখ 05-11-2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Statute of Autonomy of Catalonia"। Gencat.cat। 28 May 2008 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 05-11-2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "The Spanish Constitution" (PDF)Agencia Estatal Boletín Oficial del Estado। BOE। সংগ্রহের তারিখ 05-11-2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "কাতালোনিয়া স্পেনের সাথে থাকবে, বললেন রাজা"বিবিসি। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭
  7. "কাতালোনিয়া কেন বেরিয়ে যেতে চায় স্পেন থেকে"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭
  8. "এক নজরে কাতালোনিয়া সংকট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭

বহিঃসংযোগ

  1. Catalan and Occitan are the own languages of Catalonia and Aran (respectively) and official languages of the autonomous community of Catalonia according with its Statue of Autonomy.[4]
  2. As "the official language of the State", according with the Spanish Constitution.[5]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.